স্বস্তিকা মুখোপাধ্যায়
শিক্ষাগত যোগ্যতায় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। আচমকা এমন কী ঘটল যে নিজের শিক্ষার ব্যাপারে স্বস্তিকা জানালেন, তিনি বাংলা, হিন্দি, ইংরেজি, কোনও ভাষাতেই দক্ষ নন। তাঁর ছবি দেখলে বা কথা বললে তো মনে হয়, তিন ভাষাতেই যথেষ্ট দখল তাঁর।
কী ঘটল হঠাৎ?
একাধিক টলি নায়িকার মতো তিনিও সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন প্রায়শই। আর ট্রোলের উত্তর কী ভাবে দিতে হয়, তারই একটি উদাহরণ হয়ে দাঁড়াতে পারে স্বস্তিকার এই দু'টি বাক্য।
রেডিয়ো জকি, অভিনেতা ও কমেডিয়ান মীর আফসার আলি এবং 'টুম্পা' খ্যাত অভিনেতা সায়ন ঘোষের একটি ছবির তলায় কমেন্ট করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। জানিয়েছিলেন, তিনি সায়ন ঘোষের বড় ফ্যান। 'টুম্পা' গানটি তাঁর জীবনের মন্ত্র। মন্ত্রের বানান ও উচ্চারণে প্রকাশ পেয়েছিল সংস্কৃত ছোঁয়া। কিন্তু এক নেটাগরিক প্রশ্ন তোলেন, 'মন্ত্র'-এর বদলে তিনি 'মান্ত্রা' কেন লিখবেন। তবে কি তিনিও 'অবাঙালি' হওয়ার চেষ্টা করছেন? নেটাগরিকের মতে, হিন্দি অধ্যুষিত এলাকার প্রভাব পড়ছে তাঁর মধ্যে।
সেই কথোপকথনের জল গড়িয়ে যায় শিক্ষা অশিক্ষার দিকে। স্বস্তিকার ভাষাজ্ঞানের দিকে আঙুল তোলা হয়। স্বস্তিকা সাধারণত এই সমস্ত ট্রোলের উত্তর দিয়ে থাকেন। এ বারও তাই হল। কিন্তু আগের মতো তিনি যুক্তির সাহায্য না নিয়ে রসিকতায় মুড়লেন তাঁর উত্তরগুলিকে। সোজাসাপটা জানিয়ে দিলেন, ‘আমি তো নিজেই বলছি, আমি অশিক্ষিত। কী বিপদ! তাতেও আপনার শান্তি হচ্ছে না। এ রকম করলে খেলব না’। আরও একটি কমেন্টে লেখেন, ‘আমি ক্লাস ১০-ও পাশ করিনি। বাংলা, হিন্দি, ইংরেজি-কোনওটাই ঠিক করে জানি না। একটু মানিয়ে নিন। আর কী করব’।
আরও পড়ুন: টলিউডে নতুন জুটি! পরমব্রত আর মধুমিতার রসায়ন নিয়ে ‘হইচই’
তাতেও হাল ছাড়েননি নেটাগরিক। তিনি একের পর এক কমেন্ট করে গিয়েছেন। তবে স্বস্তিকার পাশে এসে দাঁড়িয়েছেন অনেক ইনস্টা-বাসী। তাঁরা কেউ যুক্তি দিয়ে, কেউ বা আবার রসিকতার ছলেই ট্রোলের উত্তর দিয়েছেন।
আরও পড়ুন: কফিশপে টেবিল মোছা থেকে নায়ক, বিক্রান্তের সঙ্গে দেখা করতে বিয়ের আসর থেকে সেটে হাজির কনে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy