টুইট করে নিজের অভিযোগ জানিয়েছেন স্বরা।
স্বরা ভাস্করের জিনিসপত্র নিয়ে পালালেন অ্যাপ ক্যাব চালক। লস আঞ্জেলসে ঘটে যাওয়া পুরো ঘটনাটির বিবরণ দিয়ে সংশ্লিষ্ট অনলাইন অ্যাপ ক্যাবের সংস্থাকে টুইট করেছেন অভিনেত্রী।
নিত্যপ্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করে গন্তব্যে পৌঁছতে একটি অ্যাপ ক্যাব ডেকেছিলেন স্বরা। কিন্তু তাঁর সব জিনিসপত্র নিয়েই গাড়ি ছোটান সেই চালক। অভিনেত্রী লিখেছেন, ‘আগে থেকে অ্যাপে জানানো ছিল, কোথায় থামব। সেই মতোই সেখানে নেমেছিলাম। এ দিকে আমার কেনা সব টুকিটাকি জিনিসপত্র নিয়ে গাড়ি চালক হাওয়া। জিনিসগুলো আমি হারাইনি, উবারের চালক সে সব নিয়ে চম্পট দিয়েছেন।’ কিন্তু গাড়ি ডাকার জন্য ব্যবহৃত অ্যাপে কোনও রকম এ বিষয়ে অভিযোগ জানানোর কোনও উপায় নেই। ফলে টুইটারে সংশ্লিষ্ট সংস্থার উদ্দেশে অভিনেত্রীর প্রশ্ন, ‘কী ভাবে আমি আমার জিনিসগুলি ফেরত পেরে পারি?’
পরিবারের সঙ্গে দোল কাটিয়েই ঘুরতে বেরিয়ে পড়েছিলেন স্বরা। ইনস্টাগ্রাম, টুইটারের দৌলতে অনুরাগীদের জন্য বরাদ্দ ছিল তাঁর ভ্রমণের নানা ছবি। কিন্তু আচমকাই তাল কাটল এই ঘটনার পরে।
Hey @Uber_Support
— Swara Bhasker (@ReallySwara) March 23, 2022
One of your drivers here in LA just took off with all my groceries in his car while I was on a pre-added stop! It seems there’s no way to report this on your app - it’s not a lost item! He just just took it. Can I please have my stuff back? #touristproblems
খুব শীঘ্রই একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে দেখা যাবে স্বরাকে। তাঁর সঙ্গে অভিনয় করেছেন শাবানা আজমি এবং দিব্যা দত্ত। এ ছাড়া ‘যাহা চার ইয়ার’ নামে একটি ছবির শ্যুটও শেষ করেছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy