সলমনের হয়ে গর্জে উঠলেন স্বরা। ছবি: সংগৃহীত।
সলমন খানকে নিত্য দিন মৃত্যু হুমকি দিচ্ছেন লরেন্স বিশ্নোই। বেশ কয়েকবার অভিনেতার উপর হামলা চালিয়েছেন। পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যা থেকে শুরু করে মহারাষ্ট্রের নেতা বাবা সিদ্দিকিকে খুন— বিগত কয়েক বছরে বিভিন্ন অপরাধের সঙ্গে নাম জড়িয়েছে বিশ্নোই গ্যাংয়ের। দীর্ঘ দিন ধরে জেলবন্দি বিশ্নোই। গুজরাতের সবরমতী জেলে বন্দি রয়েছেন তিনি। তার আগে দীর্ঘ সময় তিহাড় জেলে বন্দি ছিলেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কী ভাবে জেল থেকে বিভিন্ন ধরনের অপরাধের নেতৃত্ব দিচ্ছেন লরেন্স? কী ভাবেই বা বিদেশের মাটিতে বসে ভারতীয় ব্যবসায়ীদের কাছে ফোন করে টাকা চাইছেন তাঁর দলের সদস্যেরা? এই নিয়ে নানা জল্পনা। অনেকে অবশ্য এই জেলবন্দি বিশ্নোইকে নিয়ে নানা গান বানিয়েছেন। ইউটিউবের দৌলতে সেই গান লোকের মুখে ঘুরছে। এই ধরনের চটুল গান চোখে পড়েছে অভিনেত্রী স্বরা ভাস্করের। তার পরই গর্জে উঠলেন তিনি।
গত কয়েক মাস ধরে সলমনের চলাফেরা, গতিবিধি নিয়ন্ত্রন করতে হয়েছে যাঁর জন্য, তিনি লরেন্স বিশ্নোই। জেলে থেকেই তারকাদের ভয় দেখানো থেকে খ্যতনামীদের হুমকির ছক, সবই করছেন অবলীলায়। বয়স ওই ৩১ কিন্তু তার মধ্যেই বলিউডের ‘ত্রাস’ হয়ে উঠছেন এই বিশ্নোই। ইতিমধ্যেই এই বিশ্নোইকে নিয়ে গান বেঁধেছেন অনেকেই। অনুরাগীর সংখ্যাও রীতিমতো ক্রমবর্ধমান। তাঁকে নিয়ে তৈরি গান রমরমিয়ে চলছে ইউটিউবে। এ সব দেখে প্রতিবাদে সরব স্বরা। তিনি বলেন, ‘‘যত সব মাথামোটার দল! এরা জানে না কাকে আসনে বসাচ্ছে।’’ আসলে বরাবরই অন্যায় দেখলে প্রতিবাদ করেন অভিনেত্রী। তাঁর জন্য কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে নিজের মতপ্রকাশের ক্ষেত্রে কখনও পিছপা হননি স্বরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy