৭০ জন বেহালাবাদক একসঙ্গে একই মঞ্চে ধ্রুপদী সঙ্গীত পরিবেশন করবেন। উদ্যোগী হচ্ছে ‘স্বর সাধনা’ সংস্থা। নেপথ্যে রয়েছেন পণ্ডিত পল্লব বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের নাম ‘গুরু প্রণাম’।
২০০৪ সালের ৩১ জানুয়ারি কলকাতায় প্রয়াত হন ধ্রুপদী বেহালাবাদক পণ্ডিত ভি জি যোগ। পরের বছর থেকে তাঁর স্মরণে অনুষ্ঠানের আয়োজন করে ‘স্বর সাধনা’। ২৪ বছর পণ্ডিত ভিজি যোগের কাছে তালিম নিয়েছেন পল্লব। বললেন, ‘‘প্রথমে খুবই ছোট আকারে শুরু করেছিলাম এই ‘গুরু প্রণাম’। ২০১৫ থেকে অনুষ্ঠানের কলেবর বৃদ্ধি পায়।’’ সেই মতো প্রত্যেক বছর একজন শিল্পীকে অনুষ্ঠানে ‘পণ্ডিত ভিজি যোগ পুরস্কার’-এ সম্মানিত করা হয়। চলতি বছরে সম্মানিত হবেন পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার।
আরও পড়ুন:
অনুষ্ঠান শুরু হবে ৭০ জন ছাত্রছাত্রীর সমবেত বেহালাবাদনের মাধ্যমে। তাঁদের নিবেদনে প্রথমে থাকবে স্বামী বিবেকানন্দের সুরারোপিত ‘খণ্ডন ভব’। তার পর পল্লবের একটি সঙ্গীতায়োজন পরিবেশন করবেন তাঁরা। শিল্পীর আশা, সম্পূর্ণ অ্যাকুস্টিক যন্ত্রানুষঙ্গে অনুষ্ঠানের প্রয়াস কলকাতার সঙ্গীতপ্রেমীদের কাছে অনন্য আকর্ষণ হতে চলেছে। বললেন, ‘‘আমরা বেহালার সঙ্গে শুধু তবলা, মন্দিরা এবং পাখোয়াজ ব্যবহার করব। ৭০ জন সঙ্গীতশিল্পীর একত্রে বেহালাবাদনের সাক্ষী এর আগে এই শহর থাকেনি বলেই জানি।’’
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে সম্মাননা জ্ঞাপনের পর সঙ্গীত পরিবেশন করবেন আরশাদ আলি খান এবং পণ্ডিত তেজেন্দ্রনারাযণ মজুমদার। ৩১ জানুয়ারি শুক্রবার জিডি বিড়লা সভাঘরে অনুষ্ঠিত হবে ‘গুরু প্রণাম’।