সন্ধিপুজো শেষ। উৎসবের শহরে রাত যেন আরও রঙিন। মণ্ডপে রাতের আড্ডার বদলে সতর্কতা মেনে কোনও বড় ঘরে জটলা। সেখানে ইতিউতি বসে শুধুই এই প্রজন্ম। হঠাৎই মাইকে ধুমধাড়াক্কা ডিজে। অ্যাশ কিং-এর গলা। পর্দাজুড়ে ঝিকিমিকি আলোর রোশনাই। পটভূমিকায় গাড়ি রাখার পাতালঘর। কেতা জমাতে রয়েছে হালের ফাস্টব্যাক গাড়ি। এই যুগের চেনামুখ জন ভট্টাচার্য, শ্রেয়সী সেন। পুজোর রাত-পার্টি জমাতে আর কী চাই?
এখনকার যুগলেরা এটাই চান। জানে শ্রী ভেঙ্কটেশ। সে কথা কথা মাথায় রেখেই তাদের পুজো উপহার ‘কন্যা’ মিউডিক ভিডিয়ো। যেখানে উদ্যাপনের সমস্ত উপকরণ হাজির ২০১৮-র মতোই। ওই বছরেও জন, এসভিএফ আর পুজো-গান ‘মিথ্যে কথা’ জমিয়ে দিয়েছিল আসর। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে গানটি লুফে নিয়েছেন অল্পবয়সিরা। যা দেখা যাচ্ছে এসভিএফ ইউটিউব মিউজিক প্ল্যাটফর্মে।
এসভিএফ মিউজিক-এর সঙ্গে আবারও কাজ করে উচ্ছ্বসিত অ্যাশ কিং। গায়ক জানিয়েছেন, “গানটি প্রথম দিন থেকেই আমায় মুগ্ধ করেছিল। ফলে, 'কন্যা'কে কণ্ঠে ধারণ করতে খুবই উদগ্রীব ছিলাম।’’