Susmita Chatterjee celebrates her birthday in goa dgtl
Susmita Chatterjee
Susmita Chatterjee: গোয়ায় জন্মদিন পালন ‘প্রেম টেম’ ছবির নায়িকার! ছবি পাঠালেন আনন্দবাজার অনলাইনকে
শহুরে ব্যস্ততা থেকে দূরে অবসর যাপন তাঁর। ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর হাঁকডাক থেকে আপাতত অনেকটা দূরে তিনি।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ২০:০৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
এক বছর বয়স বেড়ে গেল তাঁর। সুস্মিতা চট্টোপাধ্যায়ের। জন্মদিন যদিও এক দিন আগেই (১৫ নভেম্বর) চলে গিয়েছে। তবুও ছুটির রেশ এখনও কাটেনি।
০২০৮
এই ছুটি নিজেই নিজেকে উপহার দিয়েছেন ‘প্রেম টেম’-এর রাজি। শহুরে ব্যস্ততা থেকে দূরে অবসর যাপন তাঁর। ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর হাঁকডাক থেকে আপাতত অনেকটা দূরে তিনি।
০৩০৮
এই ছুটি নিজেই নিজেকে উপহার দিয়েছেন ‘প্রেম টেম’-এর রাজি। শহুরে ব্যস্ততা থেকে দূরে অবসর যাপন তাঁর। ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর হাঁকডাক থেকে আপাতত অনেকটা দূরে তিনি।
০৪০৮
বন্ধুদের সঙ্গে গোয়ায় জন্মদিনের কেক কেটেছেন তিনি। এর পর রাতে চলেছে দেদার পার্টি।
০৫০৮
রাত কাটতেই ফের বেরিয়েছেন পড়েছেন। প্রথমে গিয়েছেন গির্জায়। তার পরে গায়ে রোদ মেখেছেন সমুদ্র সৈকতে।
০৬০৮
ইন্ডাস্ট্রিতে এখনও এক বছরও কাটেনি। প্রথম ছবি ‘প্রেম টেম’-এর পর মৈনাক ভৌমিকের ‘মারাদোনার জুতো’ ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন সুস্মিতা।
০৭০৮
ইতিমধ্যেই অরিন্দম শীলের ‘খেলা শুরু’-র শ্যুট সারা। তার পরেই শেষ করেছেন অভিজিৎ রায় এবং সুদেষ্ণা রায়ের ‘জয় কালি কলকাত্তেওয়ালি’-র কাজ।
০৮০৮
আপাতত সুস্মিতার হাতে একগুচ্ছ কাজ। ফিরে এসেই কাজে ব্যস্ত হয়ে যাবেন তিনি।