Advertisement
E-Paper

নতুন গেরো? এ বার ঠাকরে, রিয়া, সুরজের বিরুদ্ধে থানায় সুশান্তের মৃত সহকারী দিশার বাবা!

সিবিআই তদন্ত থেকে মুক্তি মিলতে না মিলতেই ফের জট। সুশান্তের আপ্তসহায়ক দিশার বাবা থানায় অভিযোগ জানালেন রিয়া, আদিত্যের বিরুদ্ধে।

সুশান্ত সিংহ রাজপুতের সহকারী দিশার মৃত্যু মামলায় কাদের নাম জড়াল?

সুশান্ত সিংহ রাজপুতের সহকারী দিশার মৃত্যু মামলায় কাদের নাম জড়াল? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১০:৫৯
Share
Save

সিবিআইয়ের দায়ের করা সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় নির্দোষ প্রমাণিত হতেই বুঝি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন রিয়া চক্রবর্তী। দুর্ভাগ্যের মেঘ কাটতে চলেছে, সম্ভবত এ রকমই মনে করেছিলেন তিনি। প্রয়াত অভিনেতার মৃত্যু মামলার তদন্ত বন্ধ করতেই বলিউডও সমস্বরে রিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিল। তাঁর কাছে গোটা দেশের ক্ষমা চাওয়া উচিত— অনেকেই বলেছিলেন এমন কথা। দিন দুই যেতে না যেতেই ফের গল্পে নয়া মোড়!

এ বার সুশান্তের মৃত আপ্তসহায়ক দিশা সালিয়ানের বাবা নামলেন আসরে। তিনি নতুন করে মুম্বই থানায় লিখিত অভিযোগ জানালেন রিয়া চক্রবর্তী, উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে, দিনো মোরিয়া, সুরজ পাঞ্চোলি, পরমবীর সিংহ, শচীন ভাজে-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। খবর, দিশার বাবা সতীশ সালিয়ান এবং তাঁর আইনজীবী নীলেশ ওঝা মঙ্গলবার মুম্বই পুলিশ কমিশনারের অফিসে জয়েন্ট সিপি (অপরাধ) লক্ষ্মী গৌতমের সঙ্গে দেখা করেন। জানান, দিশা আত্মহত্যা করেননি। তা হলে মৃতার দেহের চার পাশে রক্ত থাকত। সেটা ছিল না। তাঁর দৃঢ় বিশ্বাস অভিযুক্তেরা প্রত্যেকেই কোনও না কোনও ভাবে তাঁর মেয়ের মৃত্যুর সঙ্গে জড়িত।

২০২০-র জুন মাসে মৃত্যু হয় সুশান্তের। একই মাসে মারা যান তাঁর সহকারী দিশাও! সেই সময় পুলিশি তদন্তে দিশার আত্মহত্যায় মৃত্যুর কথা উঠে এসেছিল। দাবি, বহুতল থেকে ঝাঁপ দেন তিনি। এর পরেই দিশার বাবা পাল্টা প্রশ্ন তুলেছিলেন, অত উপর থেকে পড়লে মাথার খুলি চৌচির হয়ে নাক-মুখ দিয়ে রক্তপাত হওয়ার কথা। রক্ত জমে থাকার কথা মৃতা যেখানে পড়েছিলেন সেখানেও। সে সব কিছুই দেখা যায়নি। তা হলে প্রকৃত সত্য কী?

থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি, সতীশের আইনজীবী নীলেশ দিশার মৃত্যু মামলার তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠনেরও দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিংহের প্রতিও। আইনজীবীর মতে, দিশার মৃত্যু ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনিই অপরাধ গোপনের মূল চক্রী। এই প্রসঙ্গে তাঁর আরও অভিযোগ, পরমবীর সিংহ সেই সময়ে সাংবাদিক সম্মেলন করে আদিত্য ঠাকরের অপরাধ লঘু প্রমাণ করেছিলেন। অথচ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)-এর একাধিক নথি আদিত্য ঠাকরের মাদক ব্যবসায় জড়িত থাকার প্রমাণ দিয়েছিল। এ কথাও তিনি লিখিত অভিযোগে জানিয়েছেন। সংবাদমাধ্যমকে সতীশের আইনজীবী জানান, পুলিশ তাঁদের অভিযোগ গ্রহণ করেছে। সমস্ত অভিযোগ নতুন করে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

এ দিকে, দিশার বাবার পদক্ষেপের কথা শুনে ফের কপালে ভাঁজ বলিউডে। মৃত দিশার বাবার অভিযোগ আদালতে সত্য প্রমাণিত হলে অনেক রাঘব বোয়াল ধরা পড়বে! মুখোশ খুলবে বলিউডের বহু খ্যাতনামীর। নতুন করে কলঙ্কে জড়াবেন রিয়াও!

Disha Salian Sushant Singh Rajput Uddhav Thackeray Aaditya Thackeray Rhea Chakraborty Death Case

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}