ডান দিকে সুশান্ত সিংহ রাজপুত এবং বাঁ দিকে ছেলের ছবির সামনে শোকাহত বাবা কেকে সিংহ।
২০ দিন পেরিয়ে যাওয়ার পরেও খুলল না সুশান্ত সিংহ মৃত্যু রহস্যের জট। উপরন্তু নতুন ধোঁয়াশা জন্ম নিয়েছে তাঁর বাবা কে কে সিংহের টুইটার অ্যাকাউন্টকে কেন্দ্র করে।
অভিনেতার মৃত্যুর পরেই বলিউড সরব সুশান্তের মৃত্যু নিয়ে। বেশির ভাগ তারকা ‘ড্রাইভ’ স্টারের মৃত্যুর জন্য দায়ী করেছেন বি টাউনের স্বজনপোষণকে। তাঁদের দাবি, এর জেরেই নাকি অসময়ে ঝরে গেলেন এমন দুরন্ত প্রতিভা। যার জেরে সুশান্তের হাত ছাড়া হয়েছে সাতটি ছবি।
তাই প্রকৃত সত্য জানতে অনেকেই দাবি করেছেন সিবিআই তদন্তের।
এরই মধ্যে নয়া অভিযোগ, বলিপাড়ার এই দাবিকে প্রায় প্রতিদিনই নাকি উসকে দিচ্ছে কেকে সিংহের নামে খোলা এই অ্যাকাউন্ট। নানা ধরনের মন্তব্য করে নাকি বিভ্রান্তিও তৈরি করছে টুইটের প্রতিটি পোস্ট।
আরও পড়ুন- টেলিপাড়ার গুরুরা কী বলছেন গুরুপূর্ণিমায়?
যেমন, টুইটে লক্ষ্য বানানো হয়েছে সলমন খানের আগামী ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’কে। যেহেতু সুশান্ত-মৃত্যু বিতর্কে সলমনের নাম জড়িত তাই ছবি বয়কটের ডাকও নাকি দেওয়া হয়েছে এই টুইটার থেকে। একই সঙ্গে তোপ দাগা হয়েছে কর্ণ জোহরের বিরুদ্ধেও। যদিও কর্ণ বহু নেটাগরিকেরই ‘টার্গেট’।
এমনই সব টুইট করা হয়েছে ওই অ্যাকাউন্ট থেকে
এই ধরনের অসংখ্য টুইটে যখন বলিউডের আবহাওয়া আরও উত্তপ্ত তখনই সুশান্তের পরিবারের দাবি, ওই অ্যাকাউন্ট নাকি কেকে সিংহ খোলেনইনি! তাঁর নাম নিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই দাবি প্রকাশ্যে আসতেই ফের শোরগোল শুরু। সবার বিস্মিত জিজ্ঞাসা, আড়ালে থেকে কে এই অ্যাকাউন্ট চালাচ্ছেন? তাঁর উদ্দেশ্যই বা কি?
আরও পড়ুন - ঘরভর্তি ধোঁয়া, সবাই মিলে বসে মদ-সিগারেট খাচ্ছে, বেরিয়ে এলাম...: তুহিনা
সাধারণ মানুষের বিভ্রান্তি কাটাতে মৃত অভিনেতার পরিবার আরও খোলসা করেছেন, ২৭ জুনের পর থেকে তাঁরা বাড়ির ছেলের মৃত্যু নিয়ে মুখ খোলেননি। একমাত্র সুশান্তের নামে ফাউন্ডেশন খোলার আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া। পাশাপাশি, কেকে সিংহ-ও সোশ্যালে সড়গড় নন। ফলে, তাঁর পক্ষে এই ধরনের অ্যাকাউন্ট খোলা অসম্ভব।
তাহলে সুশান্ত মৃত্যু রহস্য আরও জটিল করে তুলতেই অলক্ষ্যে কেউ কলকাঠি নাড়ছেন? এর উত্তরও তদন্তসাপেক্ষ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy