Advertisement
০৩ জানুয়ারি ২০২৫

সুশান্তের জীবন এ বার পর্দায়, নামভূমিকায় কে জানেন?

ছবির নাম, ‘সুইসাইড অউর মার্ডার, আ স্টার ওয়াজ লস্ট’। পরিচালনায় শমীক মৌলিক। প্রযোজনায় বিজয় শেখর গুপ্ত।

সুশান্ত।

সুশান্ত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জুলাই ২০২০ ১৫:০২
Share: Save:

কানাঘুষো আগেই শোনা গিয়েছিল। অবশেষে খবর সত্যি হল। আসছে সুশান্ত সিংহ রাজপুতের বায়োপিক। ছবির নাম, ‘সুইসাইড অউর মার্ডার, আ স্টার ওয়াজ লস্ট’। পরিচালনায় শমীক মৌলিক। প্রযোজনায় বিজয় শেখর গুপ্ত।

সুশান্তের ভূমিকায় কাকে নেওয়া হবে তা নিয়ে নাকি গত কয়েক দিন ধরেই নাকি বিস্তর আলাপ-আলোচনা হয়েছে পরিচালক-প্রযোজকদের মধ্যে। কোনও স্টারকিড নয়, ইন্ডাস্ট্রির পরিচিত মুখও নয়, অবশেষে ঠিক হয়েছে, সুশান্তের ভূমিকায় দেখা যাবে টিকটক স্টার সচিন তিওয়ারিকে। সুশান্তের মৃত্যুর পর যিনি রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন।

সুশান্তের মতো অবিকল দেখতে সচিন অভিনেতার মৃত্যুর পর থেকেই নেটাগরিকদের বিস্তর ভালবাসা পেয়ে আসছেন। হঠাৎ করেই এসে পড়েছেন লাইমলাইটে। তাঁর হাসি, তাকানোতে অনুরাগীরা ফিরে পেয়েছেন সুশান্তকে। চড়চড়িয়ে বাড়ছে সচিনের ভক্তের সংখ্যাও। সচিনের টুইটার অ্যাকাউন্ট ঘাঁটলে দেখা যাবে, তাতে টুইটের সংখ্যা নেহাতই কম। কিন্তু বায়োতে লেখা, ‘অভিনেতা, কারেন্ট প্রজেক্ট ‘সুইসাইড অউর মার্ডার, আ স্টার ওয়াজ লস্ট’।

A boy from small town became a Shining Star in the film industry. This is his journey. Introducing Sachin Tiwari (@officialtiwarisachin) as 'The Outsider'. * @vsgbinge presents #SuicideOrMurder Conceived & produced by @iamvijayshekhar Directed by @shamik_maulik Music by @shraddhapandit Music on @vsgmusic * #vsgmusic #vsgbinge #sachintiwari #bollywood #sushantsinghrajput

A post shared by VSG Binge (@vsgbinge) on

তবে ছবিটিকে সুশান্তের বায়োপিক বলতে নারাজ প্রযোজনা সংস্থা। ছোট শহরের এক ছেলের সুপারস্টার হওয়ার জার্নি, নেপোটিজমের জাঁতাকলে পিষ্ট হয়ে চরম পরিণতিই এই ছবির মুখ্য বিষয়। একা সুশান্ত নয়, অসংখ্য সুশান্তেরই গল্প বলে এই ছবি, এমনটাই জানিয়েছেন প্রযোজক বিজয় শেখর। ইতিমধ্যেই সেই ছবির ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। সেপ্টেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং। বড়দিনে মুক্তি পাওয়ার কথা।

সচিনের ইনস্টা পোস্ট

😍😍😍😍

A post shared by Sachin Tiwari (@officialtiwarisachin) on

ইন্ডাস্ট্রির স্বজনপোষণের পর্দা কতটা নিরপেক্ষ ভাবে ফাঁস করতে পারে এই ছবি, তা জানতেই মুখিয়ে নেটাগরিকরা।

অন্য বিষয়গুলি:

Sushant Singh Rajput Sachin Tiwari Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy