Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Sushant Singh Rajput Death

আমি সুশান্তের বাবা জেনেও উত্তর দিচ্ছ না কেন? রিয়াকে লেখেন কেকে সিংহ

ফোন করে পাননি, তাই ছেলের খোঁজখবর নিতে হোয়াটসঅ্যাপে রিয়াকে মেসেজ করেছিলেন সুশান্ত সিংহের বাবা কেকেসিংহ।

রিয়া চক্রবর্তী।

রিয়া চক্রবর্তী।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২০ ১৬:৪৭
Share: Save:

ফোন করে পাননি, তাই ছেলের খোঁজখবর নিতে হোয়াটসঅ্যাপে রিয়াকে মেসেজ করেছিলেন সুশান্ত সিংহের বাবা কেকেসিংহ। মেসেজ করেছিলেন সুশান্ত এবং রিয়ার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীকেও। শ্রুতি মেসেজ ‘সিন’ করলেও রিপ্লাই দেননি সুশান্তের বাবাকে, পাল্টা উত্তর দিতে দেখা যায়নি রিয়াকেও। ‘টাইমস নাও’ –এর এক এক্সক্লুসিভ রিপোর্টে জানা যাচ্ছে এমনটাই। রিয়া এবং শ্রুতিকে কী লিখেছিলেন সুশান্তের বাবা?

হোয়াটসঅ্যাপে্র স্ক্রিনশটে দেখা যাচ্ছে, গত ২৯ নভেম্বর প্রথমে শ্রুতিকে এবং তার কিছুক্ষণের মধ্যেই রিয়াকে মেসেজ করেন কেকেসিংহ। শ্রুতিকে তিনি লেখেন, “আমি জানি সুশান্তের যাবতীয় ধারবাকির হিসেব তুমি রাখ। ও কেমন আছে জানতেই তোমার সঙ্গে কথা বলতে চাইছি। কাল সুশান্তের সঙ্গে কথা হল। বলল, বাবা অনেক চিন্তায় আছি। এ বার তুমিই ভাব, একজন বাবার পক্ষে তা কতটা ভাবনার।’’কেকেসিংহ আরও লেখেন, “এই জন্যই তোমার সঙ্গে কথা বলতে চাইছি। এখন তুমি কথা বলতে চাইছ না বলেই আমি মুম্বই যেতে চাইছি। ফ্লাইটের টিকিট পাঠাও আমায়।’’

सुशांत सिंह के पिता द्वारा रिया चक्रवर्ती और मैनेजर श्रुति मोदी को किए गए मैसेज सामने आए हैं. ये मैसेज नवंबर 2019 को सुशांत के पिता ने रिया को किया था, जिसमें वे बेटे से बात करवाने की गुहार लगा रहे थे. साथ में एक मैसेज श्रुति मोदी को भी किया था.... . . इन मैसेजेस से पता लगता है कि सुशांत के पिता अपने बेटे को लेकर चि‍ंत‍ित थे. वे बेटे की परेशानी को लेकर रिया और श्रुति से बात करना चाहते थे, जबकि रिया और श्रुति दोनों ही उनके कॉल्स और मैसेजेस को अनदेखा करती दिखीं. . #sushantsinghrajput #sushantsinghdeathcase #rheachakraborty #shrutimodi #whatsapp #messages #kksingh #bollywood #instanews

A post shared by JK24x7News (@jk24x7news) on

শুধু শ্রুতিই নন, রিয়ার সঙ্গেও সুশান্তের বাবার বাক্যালাপের চ্যাট শেয়ার করেছে ওই বৈদ্যুতিন চ্যানেলটি। অবশ্য বাক্যালাপ না বলে একপেশে মেসেজ বলাই শ্রেয়। কারণ স্ক্রিনশটে বেলা সাড়ে ১২টা নাগাদ রিয়াকে করা ওই মেসেজে কোনও পাল্টা উত্তর দেননি রিয়া। রিয়াকে লেখেন কেকেসিংহ, “যখন তুমি জেনেই গিয়েছ আমি সুশান্তের বাবা, তখন কথা কেন বলছ না? তুমি ওর বন্ধু হয়ে ওর দেখভাল করছ, চিকিৎসা করছ। ওর ব্যাপারে সব কিছু জানা তো আমার কর্তব্য। সে জন্যই আমায় ফোন করে যাবতীয় খবরাখবর দাও।’’

আরও পড়ুন- ইডি অফিসে সুশান্তের দিদি, বাজেয়াপ্ত হল রিয়ার ফোন-ল্যাপটপ

এর আগে পটনায় দায়ের করা এফআইআরে সুশান্তের পরিবার অভিযোগ জানিয়েছিল, রিয়ার জন্যই তাদের ছেলে যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন পরিবারের সঙ্গে। দিন কয়েক আগে সুশান্তের সঙ্গে তাঁর কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ্যে আনেনরিয়া। তাতে দেখা যায়, রিয়ার পরিবার সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করলেও নিজের দিদি প্রিয়ঙ্কাকে ‘পাক্কা শয়তান’ বলছেন সুশান্ত।

এই চ্যাট প্রকাশ্যে আসা মাত্রই সুশান্তের আর এক দিদি শ্বেতা সিংহ কীর্তি সুশান্তের এক পুরনো ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে এক সাক্ষাৎকারে সুশান্ত পরিষ্কার বলছেন, তাঁর তিন দিদির মধ্যে প্রিয়ঙ্কাই তাঁর সবচেয়ে কাছের। তা হলে রিয়ার প্রকাশিত চ্যাটগুলির মানে? সুশান্তের পরিবারের আইনজীবী সংবাদমাধ্যমকে জানান, গত বছর রিয়ার কারণে নাকি সুশান্ত এবং প্রিয়ঙ্কার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। তা এতটাই মারাত্মক হয় যে দু’জনে দু’জনের মুখ দেখতেন না। রিয়া যা বলতেন তা-ই করতেন সুশান্ত। দিদিদের সঙ্গে যোগাযোগও রাখতেন না। ওই আইনজীবীর আরও দাবি, যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে প্রিয়ঙ্কার কাছে ক্ষমা চান সুশান্ত, সঙ্গে এ-ও জানান, তিনি ভাল নেই। ভাইয়ের ভাল না থাকার খবর শুনে আবারও সব অপমান ভুলে নাকি মুম্বইতে সুশান্তের ফ্ল্যাটে আসেন প্রিয়ঙ্কা।

অন্য বিষয়গুলি:

Sushant Singh Rajput Death Sushant Singh Rajput Rhea Chakraborty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy