Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Sushant Singh Rajput's Death

আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, ক্ষোভ প্রকাশ করলেন সুশান্তের বান্ধবী রিয়া

রিয়ার এই পোস্টেও নেটাগরিকরা কেউ চুপ থাকেননি। কেউ বলেছেন ‘নাটক করছে’, কেউ বলেছে, ‘নিজেকে বাঁচাচ্ছে’ তো কেউ লিখেছেন ‘কর্ণ জোহরকে জেলে পাঠাও’। 

রিয়া চক্রবর্তী। ফাইল চিত্র।

রিয়া চক্রবর্তী। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জুলাই ২০২০ ১৭:৪৪
Share: Save:

সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হল সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্য়ু এক মাস পেরিয়ে গেল, তবুও তাঁর বান্ধবী, অভিনেত্রী রিয়া চক্রবর্তীর প্রতি সুশান্ত ভক্ত থেকে নেটাগরিকদের রোষ বাড়ছে বই কমছে না। অভিযোগ, পরিস্থিতি এমন হয়েছে সোশ্যাল মিডিয়ায় সরাসরি রিয়ার ওপর চাপ সৃষ্টি করে বলা হচ্ছে তাঁকে রেপ বা মার্ডার করে দেওয়া হবে যদি না তিনি আত্মহত্যা করেন! স্তম্ভিত রিয়া ইনস্টায় লেখেন, “আমাকে দেহব্যবসায়ী বলা হল। আমি চুপ ছিলাম। আমাকে হত্যাকারী বলা হল। আমি চুপ ছিলাম। কিন্তু আমার চুপ থাকার মানে এই নয় নে আমি কাউকে আমাকে ধর্ষণ বা খুন করার অধিকার দিয়েছি, মান্নু রাউত আমি আত্মহত্যা না করলে আমাকে খুন বা রেপ করা হবে এই কথা বলার অধিকার কে দিল আপনাকে? আপনি জানেন আপনি কি বলছেন? এটা ভয়ঙ্কর অপরাধ! কারও সঙ্গেই এররকম হোক চাই না আমি!”

এর পরেও থেমে থাকেননি রিয়া। তাঁর পরবর্তী ইনস্টা পোস্টে রিয়া সুশান্তের একটি ছবি দিয়ে অমিত শাহের অফিসিয়াল পেজে পোস্ট করেছেন। এই পোস্টে নিজের পরিচয় দিতে গিয়ে রিয়া লিখেছেন, “স্যর আমি সুশান্ত সিংহ রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। এক মাসের ওপর হয়ে গেল সুশান্ত চলে গেছে। আমি সরকারের প্রতি আস্থাশীল। চাই এই তদন্তের সিবিআই তদন্ত হোক। আমি শুধু জানতে চাই সুশান্তের ওপর কী এমন চাপ সৃষ্টি করা হয়েছিল যে ওকে আত্মহত্যা করতে হল!”

রিয়ার এই পোস্টেও নেটাগরিকরা কেউ চুপ থাকেননি। কেউ বলেছেন ‘নাটক করছে’, কেউ বলেছে, ‘নিজেকে বাঁচাচ্ছে’ তো কেউ লিখেছেন ‘কর্ণ জোহরকে জেলে পাঠাও’।

সুশান্তের মৃত্যুর এক মাসের মাথায় রিয়া ইনস্টাগ্রামে সুশান্তের প্রতি নিজের ভালবাসার কথা প্রথম বলেন। তিনি লেখেন, “চাঁদ, তারা, আর ওই সুবিশাল মহাকাশ… তোমাকে দু’হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছে নিশ্চয়। এখন নিশ্চয় অনেক শান্তিতে আছ তুমি… আজ মনে পড়ে জান, খসে পড়া তারা, যার নিজের কোনও আলো নেই… তাকেও কী ভাবে শুধুমাত্র নিজের আনন্দ দিয়ে আলোকিত করার ক্ষমতা রাখতে তুমি। আজ তুমি সেই খসে পড়া তারা। আমার তারা। যে তারার জন্য আমি অপেক্ষা করতেও রাজি… আজীবন…।”

আরও পড়ুন: বেবি বাম্প, ক্যান্ডেল লাইট ডিনারে রাজ শুভশ্রীকে বললেন, “আই লাভ ইউ”

কিন্তু রিয়ার এই পোস্টে ফল হল বিপরীত! রিয়ার এই পোস্টে ৮০,০০০ মানুষ কমেন্ট করেন। এই কমেন্টের বেশিরভাগের মধ্যেই নেটাগরিক থেকে সুশান্ত ভক্তেরা রিয়ার প্রতি ক্ষোভ উগরে দেন। কেউ লিখেছেন, ‘সুশান্ত শুধু অঙ্কিতার, কৃতি শ্যানন বা রিয়া কেউ সুশান্তের ভালবাসা ছিলেন না। রিয়া তুমি কেন এ সব লিখে সময় নষ্ট করছো?’ কেউ সরাসরি প্রশ্ন করেছেন রিয়াকে, ‘‘এত যদি ভালবাসা তা হলে সুশান্তের খারাপ সময়ে ওকে ছেড়ে চলে যেতে পেরেছিলে কেমন করে? সুশান্তকে কেন ৫১টা সিম বদলাতে হয়েছিল? তুমি পুলিশকে বলছো না কেন রিয়া?’ কেউ আবার লিখেছেন, ‘রিয়া, তোমার মতো মেয়ের জন্য সুশান্তকে আজ মরতে হল। তুমি ওই মহেশের সঙ্গেই থাকো। তোমার কেরিয়ারে আর কিছু হবে না।’’ অবস্থা এতটাই শোচনীয় হয় যে এর পরেই আসতে থাকে খুন আর ধর্ষণের হুমকি।

আরও পড়ুন: সৌমিত্র-নাসিরুদ্দিনের বাংলা ছবি এ বার দেখবে জার্মানির মানুষ

রিয়া সাইবার ক্রাইম ইন্ডিয়াকে তাঁর পোস্ট ট্যাগ করে সাহায্য চেয়েছেন। রিয়ার এই পোস্ট লাইক করেছেন আলিয়া ভট্ট।

অবশেষে কী এ বার খুলে যাবে সুশান্ত মৃত্যুর রহস্যজাল?

দেখুন রিয়ার সেই পোস্ট:

Respected @amitshahofficial sir , I’m sushant Singh Rajputs girlfriend Rhea chakraborty, it is now over a month since his sudden demise . I have complete faith in the government , however in the interest of justice , I request you with folded hands to initiate a CBI enquiry into this matter . I only want to understand what pressures prompted Sushant to take this step. Yours sincerely Rhea Chakraborty #satyamevajayate

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty) on

অন্য বিষয়গুলি:

Sushant Singh Rajput's Death Rhea Chakraborty Amit Shah CBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy