—ফাইল চিত্র।
গ্রেফতার হওয়ার প্রায় এক মাস পর জামিন পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বুধবার বম্বে হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। তবে একাধিক শর্ত আরোপ করা হয়েছে অভিনেত্রীর উপর। তাই জামিন পেলেও আপাতত আদালতের শর্তগুলি মেনে চলতে হবে তাঁকে।
এ দিন আদালতে রিয়া জামিন পেলেও, তাঁর ভাই শৌভিকের আর্জি খারিজ হয়ে গিয়েছে। তদন্তও এখনও সম্পূর্ণ হয়নি। তাই জেল থেকে ছাড়া পেয়ে রিয়া যাতে কোনও সাক্ষীর সঙ্গে সাক্ষাৎ না করেন, সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত।
আদালতের অনুমতি ছাড়া রিয়া বিদেশযাত্রা করতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। তার জন্য পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে তাঁকে। এমনকি মুম্বইয়ের বাইরে পা রাখার আগেও থানার অনুমতি নিতে হবে রিয়াকে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
আরও পড়ুন: মাদক মামলায় জামিন পেলেন রিয়া, ভাই শৌভিকের আর্জি খারিজ
জেল থেকে বেরিয়ে আসার পর আগামী ১০ দিন নিকটবর্তী থানায় রিয়াকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। জামিনের বন্ড বাবদ ১ লক্ষ টাকা জমা করতে বলা হয়েছে তাঁকে।
গত ১৪ জুন বান্দ্রার বাড়ি থেকে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুরুতে মুম্বই পুলিশের হাতেই তদন্তভার ছিল। প্রাথমিক তদন্তে তারা জানায়, অবসাদ থেকে আত্মহত্যা করেছেন অভিনেতা।
কিন্তু মুম্বই পুলিশের উপর আস্থা না থাকায়, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)-এর হাতে ছেলের মৃত্যুর তদন্ত তুলে দেওয়ার দাবি জানায় সুশান্তের পরিবার। তার পর সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার হাতে নেয় সিবিআই।
আরও পড়ুন: মাদক মামলায় জামিন পেলেন রিয়া, ভাই শৌভিকের আর্জি খারিজ
তার পর অভিনেতার মৃত্যুতে মাদক যোগ উঠে এলে, সেটি খতিয়ে দেখার দায়িত্ব পড়ে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর উপর। রিয়ার বিরুদ্ধে সুশান্তের টাকা নয়ছয় করার অভিযোগ খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy