মহেশের জন্মদিনে এই ছবি টুইট করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত।
একটা ফোন কল না ধরার আফসোস হয়তো সারা জীবনেও যাবে না মহেশ শেট্টির। অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সুশান্ত সিংহ রাজপুত সম্ভবত শেষ ফোনটা তাঁকেই করেছিলেন। মৃত্যুর কিছুক্ষণ আগেই। কিন্তু সেই ফোন মহেশের কাছে পর্যন্ত পৌঁছয়নি। হয়তো ফোন করেই কেটে দিয়েছিলেন, অথবা নেটওয়ার্কের সমস্যায় কল যায়নি। সুশান্তের রহস্যমৃত্যুর পর মহেশকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাতেই উঠে এসেছে এই তথ্য। পাশাপাশি আগের রাতে আরও একবার ফোন করেছিলেন সুশান্ত।
মহেশ শেট্টির সঙ্গে সুশান্তের সম্পর্ক সেই টিভি ধারাবাহিকে কাজ করার সময় থেকে। যে ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় সুশান্তের অভিষেক হয়েছিল, সেই ‘যিস দেশ মে হ্যায় মেরা দিল’-এ সহ-অভিনেতা ছিলেন মহেশ। তার পর ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকেও এক সঙ্গে কাজ করেছেন দু’জন। তার পর টিভি ছেড়ে বলিউডে কেরিয়ার জমিয়েছিলেন সুশান্ত। কিন্তু ভোলেননি শুরুর দিনের সেই বন্ধুর কথা। শুধু তাই নয়, বলিউডের অন্দরমহলের খবর যাঁরা রাখেন, তাঁদের অনেকেই বলেন, মহেশকে সুশান্ত ভাইয়ের মতো দেখতেন।
রবিবার দুপুরে বান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধারের আগে তিনি সম্ভবত শেষ ফোনটা সেই বন্ধু মহেশকেই ফোন করেছিলেন। সকাল সাড়ে ন’টায় সুশান্ত ফোন করেছিলেন মহেশকে। কিন্তু সেই ফোন কোনও কারণে লাগেনি। তার আগের রাত অর্থৎ শনিবার মধ্যরাতের পর রবিবার ভোর রাত দু’টো নাগাদও একবার মহেশকে ফোন করেছিলেন সুশান্ত। কিন্তু সেই ফোন ধরতে পারেননি মহেশ। মৃত্যুর আগে সুশান্তের মানসিক অবস্থা কেমন ছিল, সেটা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন মুম্বই পুলিশের তদন্তকারী অফিসাররা। তাঁদের কাছেই মহেশ এই তথ্য দিয়েছেন বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। সুশান্ত এবং মহেশের কল রেকর্ড ঘেঁটে আরও তথ্য উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: শোকের পোশাক, সুশান্তকে শেষ বারের মতো দেখতে হাসপাতালে পৌঁছলেন প্রেমিকা
শুধু প্রিয় বন্ধুই নয়, সুশান্ত অবসাদগ্রস্ত হয়ে পড়ার পর থেকে প্রায় পুরো সময়টাই সুশান্তের পাশে ছিলেন মহেশ। তাঁকে হতাশা থেকে বেরিয়ে আসতে তিনি প্রভূত সাহায্য করেছেন বলে দু’জনের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে। সুশান্তের ঘনিষ্ঠরা বলেন, মহেশের পরামর্শে এবং সব সময় পাশে থাকার প্রচেষ্টায় হতাশা অনেকটাই কাটিয়ে উঠেছিলেন সুশান্ত। তাই শেষ সময়েও তাঁকেই ফোন করেছিলেন। মহেশকে জিজ্ঞাসাবাদের সূত্রেই সুশান্তের সম্পর্কে আরও কিছু তথ্য পেয়েছে মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহেশ পুলিশকে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে অবসাদ কাটানোর ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন সুশান্ত। ওই ওষুধের আর দরকার নেই বলে তিনি মহেশকে জানিয়েছিলেন।
Happy birthday meri jaan.. @memaheshshetty 💥❤️🍻
আরও পড়ুন: ‘আত্মহত্যা নয়, খুন হয়েছে সুশান্ত’, বিস্ফোরক অভিনেতার মামা
আরও পড়ুন: অঙ্কিতা, সারা, রিয়া... আরবসাগরের নোনা ঢেউয়ের মতো সুশান্তর জীবনে আছড়ে পড়েছিল বহু সম্পর্ক
সুশান্তের মৃত্যুর পর থেকেই কার্যত ভেঙে পড়েছেন মহেশ। সংবাদ মাধ্যমের অনেকেই তাঁর প্রতিক্রিয়া পাওয়ার জন্য ফোন, মেসেজ করেছেন। কিন্তু বন্ধুবিয়োগের শোকে কারও সঙ্গেই কথা বলতে চাননি তিনি। তাঁর টিমের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, ‘‘আমাদের সবার মতোই সুশান্তের মৃত্যুতে মর্মাহত মহেশ শেট্টিও। তিনি ভাইকে হারিয়েছেন, প্রিয় বন্ধুকে হারিয়েছেন এবং এখনও শোকাহত ও ভগ্নহৃদয়। আমরা তাঁর টিমের পক্ষ থেকে তাঁর হয়ে সংবাদ মাধ্যমের সবাইকে অনুরোধ করছি, ওঁকে একা থাকতে দিন এবং শোক কাটিয়ে উঠতে দিন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy