শৌভিক চক্রবর্তী।
সুশান্ত সিংহ রাজপুত মৃত্যুকাণ্ডে নয়া মোড়। মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হল রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তীকে। গ্রেফতার হলেন সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাও। শুক্রবার দিনভর জিজ্ঞাসাবাদের পর রাত ৯ টা নাগাদ মাদক সেবন ও পাচারের অভিযোগে গ্রেফতার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আগামিকাল শনিবার তাঁদের আদালতে পেশ করা হবে।
শুক্রবার সকাল সাড়ে ছ'টা নাগাদ রিয়া-শৌভিকের মুম্বইয়ের জুহু-র বাড়িতে হানা দেয় এনসিবি-র একটি দল। সুশান্তের বাড়ির প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার বাড়িতেও এ দিন সকালে এনসিবি-র অন্য একটি দল তল্লাশি চালায়। এর পরেই স্যামুয়েল এবং শৌভিককে জিজ্ঞাসবাদের জন্য নিজেদের দফতরে নিয়ে আসে এনসিবি। অবশেষে দিনভর জিজ্ঞাসাবাদের পর রাতে গ্রেফতার করা হয় তাঁদের।
মাদক কাণ্ডে শৌভিক এবং মিরান্ডা ছাড়াও এখনও পর্যন্ত আরও দু'জনকে গ্রেফতার করেছে এনসিবি। জেরা করা হয়েছে আরও বেশ কয়েক জনকে। ধৃতদের মধ্যে রয়েছেন জইদ ভিলাত্রা এবং আব্দুল বসিত পরিহার। বসিতের সঙ্গে শৌভিকের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে এনসিবি সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন- মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন কঙ্গনা!
Showik Chakraborty and Samuel Miranda will be arrested in two hours, formal process underway: Narcotics Control Bureau#SushantSinghRajputDeathCase
— ANI (@ANI) September 4, 2020
মুম্বইয়ের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, তাঁর সঙ্গে শৌভিকের প্রথম আলাপ হয় মুম্বইয়ের এক ফুটবল ক্লাবে। ওই ফুটবল ক্লাবের হয়ে খেলতেন শৌভিক। বসিতও ওই ক্লাবের হয়ে খেলতেন। সেখান থেকেই দু’জনের মধ্যে বন্ধুত্ব গভীর হয়। জেরায় বসিত স্বীকার করেছেন, শৌভিকের সঙ্গে তাঁর সখ্যর কথা। এনসিবি সূত্রে আরও জানা যাচ্ছে, সুশান্তের বাড়ির ম্যানেজারের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বসিতের।
( ) "' ' ' "
Maharashtra: Officers of Narcotics Control Bureau (NCB) reach the residence of #RheaChakraborty in Mumbai. An officer (in pic 4) says, "It's just a procedural matter. That is what we are following. It is being done at Rhea's and Samuel Miranda's house." https://t.co/2qMW4jyDqK pic.twitter.com/307I6bqZCn
— ANI (@ANI) September 4, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy