এই মুহূর্তে ‘জাট’ ছবির প্রচারে ব্যস্ত সানি দেওল। অনেকগুলি বছর তিনি কাটিয়ে ফেলেছেন বলিউডে। এখনও চলচ্চিত্র জগতের বিভিন্ন আঙ্গিক সম্পর্কে সচেতন। খোলাখুলি জানিয়েছেন নিজের মনোভাব। এ বার শাহরুখ খানের প্রসঙ্গ উঠতেই মনে কথা খুলে বললেন ধর্মেন্দ্র-পুত্র।
১৯৯৩ সালে মুক্তি পায় যশ চোপড়া পরিচালিত ছবি ‘ডর’। এই ছবিতে সানি এবং জুহি চাওলা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন শাহরুখ। রসায়ন ছিল অন্য রকম, আর তা-ই পছন্দ হয়েছিল দর্শকের। কিন্তু আর কখনও একসঙ্গে দেখা যায়নি শাহরুখ-সানিকে।
আগামী কয়েক মাসে সানির একাধিক ছবি মুক্তির অপেক্ষায়। রয়েছে ‘লাহোর ১৯৪৭’ এবং ‘রামায়ণ’। সানি জানিয়েছেন, পর্দায় অন্য কোনও বড় তারকার সঙ্গে অভিনয় করতে তাঁর কোনও সমস্যা নেই। সানি বলেন, ‘‘শাহরুখের সঙ্গে আমি একটি ছবিতেই অভিনয় করেছি। সুযোগ পেলে আমি আবার করতে চাই। কারণ তখন অন্য রকম সময় ছিল। এখন সময় অনেকটাই বদলে গিয়েছে।’’
আরও পড়ুন:
কিন্তু শাহরুখের সঙ্গে কাজ প্রসঙ্গে তাঁর দুশ্চিন্তার কথাও প্রকাশ করেছেন সানি। অভিনেতা জানিয়েছেন, বড় তারকাদের একসঙ্গে বড় পর্দায় তুলে ধরার মতো চিত্রনাট্য এখন লেখা হচ্ছে না। সানির কথায়, ‘‘এখন পরিচালকদের আর আগের মতো ছবির উপর নিয়ন্ত্রণ থাকে না। তা ছাড়া দু’জন অভিনেতাকে একসঙ্গে নেওয়ার মতো গল্পও তো লেখা হচ্ছে না।’’
ইন্ডাস্ট্রিতে শোনা যায়, ‘ডর’ ছবির শুটিংয়ে শাহরুখ এবং সানির মধ্যে মতানৈক্য হয়। ফলে পরবর্তী ১৬ বছর তাঁদের মধ্যে নাকি কোনও রকম বাক্যালাপ ছিল না। তাই তাঁরা একসঙ্গে আর কোনও ছবিতেও অভিনয় করেননি। যদিও দুই অভিনেতাই প্রকাশ্যে কখনও বিষয়টা নিয়ে মন্তব্য করেননি। পরবর্তী সময়ে ‘গদর ২’-এর সাফল্য উদ্যাপন অনুষ্ঠানে অবশ্য সানির সঙ্গে শাহরুখকে দেখা গিয়েছিল।