‘রং দে বসন্তী’ ছবিতে আমিরের বিপরীতে অভিনয় করা সু-কে মনে আছে? যিনি ব্রিটেন থেকে এসেছিলেন তাঁর দাদুর ডাইরি হাতে নিয়ে। তাঁর দাদু জেম্স ম্যাকিনলে ব্রিটিশ আমলে ভারতে পুলিশ আধিকারিক ছিলেন। সু, বিংশ শতাব্দীতে দিল্লিতে এসেছিলেন নিজের গবেষণার কাজে। পাকেচক্রে এখানকার কয়েকজন যুবকের লড়াইয়ে সামিল হয়ে যান। সেই সু, যাঁর আসল নাম অ্যালিস প্যাটেনের পরিচয় সম্প্রতি সামনে এসেছে।
অ্যালিসের বাবা ক্রিস প্যাটেন সম্প্রতি এক টিভি চ্যানেলে একটি সাক্ষাত্কার দিয়েছেন। সেখানে হংকংয়ের সাম্প্রতিক আন্দোলন নিয়ে মুখ খোলেন। আসলে ক্রিস প্যাটেন হংকংয়ের শেষ ব্রিটিশ গভর্নরের দায়িত্ব পালন করেন।
২০০৬ সালে ওমপ্রকাশ মেহেরার রং দে বসন্তী বক্স অফিসে ভাল ব্যবসা করে। আমির, মাধবন, শরমন যোশি, কুণাল কাপুর, সিদ্ধার্থ নারায়ণ, সোহা আলি খান-সহ প্রত্যেকের অভিনয় প্রশংসা কুড়ায়। নজর কেড়েছিলেন অ্যালিসও। ওই পর্যন্তই, তখনও সাধারণ দর্শকরা তাঁর আসল পরিচয় জানতেন না।
আরও পড়ুন: থানায় সাপ ধরার সময় সাপুড়ের মতো বিন বাজাচ্ছে পুলিশ, ভাইরাল ভিডিয়ো
অ্যালিসের আসল পরিচয় সংক্রান্ত একটি পোস্ট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠেছে। সেখানে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে জড়িত জয় ভট্টাচার্য সু-এর পরিচয় প্রকাশ করেছেন।
আরও পড়ুন: দম্পতির ব্যক্তিগত মুহূর্তের শব্দ রেকর্ড যুবকের, ঘটনা ধরা পড়ল হোটেলের সিসি ক্যামেরায়
জয় ভট্টাচার্যের টুইট:
Chris Patten, the last British Governor of Hong Kong is in the news with his comments on the Hong Kong movement. Did you know that his daughter has starred in a film with Aamir Khan?
— Joy Bhattacharjya (@joybhattacharj) November 6, 2019
Alice Patten was Sue in Rakeysh Mehra's Rang De Basanti!https://t.co/ua2qGIBiUq pic.twitter.com/HaCEKAvsgr