করোনার দ্বিতীয় ঢেউ প্রভাব প়ড়েছিল বিনোদন জগতেও। ১৫ মে থেকে ঝাঁপ পড়েছিল টলি ও টেলিপাড়ায়। গত এক মাস ধরে কিছু ধারাবাহিকের কাজ বন্ধ রাখা হয়েছিল। কিন্তু কয়েকটি ধারাবাহিকের কাজ চলছিল বাড়ি থেকে। ‘শ্যুট ফ্রম হোম’-এর নিয়ম মেনে যে যার বাড়ি থেকেই শ্যুট করে পাঠাচ্ছিলেন কলাকুশলীরা। এ বারে ফের সেটে ফেরার অনুমতি পাওয়া গিয়েছে রাজ্য সরকারের তরফে। ১৬ জুন থেকে ৫০ জনের ইউনিট নিয়ে শ্যুটিং শুরু করার নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের নির্দেশ অনুযায়ী, মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব বিধি মেনে চলতে হবে সেটে। তা ছাড়া সকলের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সবার সুরক্ষার কথা মাথায় রেখেই মঙ্গলবার নিউ থিয়েটার্স স্টুডিয়ো (এনটিওয়ান) স্যানিটাইজ করা হয়েছে। তারই একটি ভিডিয়ো এসেছে আনন্দবাজার ডিজিটালের কাছে। দেখা যাচ্ছে, আলোর স্ট্যান্ড থেকে শুরু করে ট্রলি, মেঝে, দেওয়াল— সব জীবাণুমুক্ত করতে ব্যস্ত সাফাইকর্মীরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy