Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Bollywood

রকি হ্যান্ডসাম, আওয়ারাপন...বলিউডে দক্ষিণ কোরীয় ছবির রিমেক ভূরি ভূরি

এই তালিকায় বলিউডের নামজাদা অভিনেতাদের একাধিক ছবিও রয়েছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২০ ১৭:৪০
Share: Save:
০১ ১১
মাথা খাটিয়ে গল্প বোনার চেয়ে, পুরনো ছবিকেই ঘষে মেজে নতুন ভাবে তুলে ধরা। সিনেমার ভাষায় যাকে বলা হয় রিমেক। বলিউডে এই রিমেকের চল বহুদিনের। তবে শুধুমাত্র হলিউড বা দক্ষিণ ভারতীয় ছবি নয়, দক্ষিণ কোরিয়ার ছবির অনুকরণেও একাধিক ছবি তৈরি হয়েছে বলিউডে। বেশির ভাগ ক্ষেত্রে বক্স অফিসে সফল হলেও, সমালোচকদের প্রশংসা কুড়োতে ব্যর্থ হয়েছে সেই সব ছবি। এই তালিকায় বলিউডের নামজাদা অভিনেতাদের একাধিক ছবিও রয়েছে।

মাথা খাটিয়ে গল্প বোনার চেয়ে, পুরনো ছবিকেই ঘষে মেজে নতুন ভাবে তুলে ধরা। সিনেমার ভাষায় যাকে বলা হয় রিমেক। বলিউডে এই রিমেকের চল বহুদিনের। তবে শুধুমাত্র হলিউড বা দক্ষিণ ভারতীয় ছবি নয়, দক্ষিণ কোরিয়ার ছবির অনুকরণেও একাধিক ছবি তৈরি হয়েছে বলিউডে। বেশির ভাগ ক্ষেত্রে বক্স অফিসে সফল হলেও, সমালোচকদের প্রশংসা কুড়োতে ব্যর্থ হয়েছে সেই সব ছবি। এই তালিকায় বলিউডের নামজাদা অভিনেতাদের একাধিক ছবিও রয়েছে।

০২ ১১
দক্ষিণ কোরীয় ছবিকে ঘষেমেজে বলিউডে আনার কাজটাকে জনপ্রিয় করে তুলেছিলেন মুকেশ এবং মহেশ ভট্টই। ২০০৭ সালে দক্ষিণ কোরিয়ার ‘দ্য বিটারসুইট’ ছবির অনুকরণে ‘আওয়ারাপন’ ছবিটি তৈরি করে তাঁদের প্রযোজনা সংস্থা। ছবিতে ইমরান হাশমির অভিনয় প্রশংসা কুড়োয়। বক্সঅফিসেও সাফল্য পায় ছবিটি।

দক্ষিণ কোরীয় ছবিকে ঘষেমেজে বলিউডে আনার কাজটাকে জনপ্রিয় করে তুলেছিলেন মুকেশ এবং মহেশ ভট্টই। ২০০৭ সালে দক্ষিণ কোরিয়ার ‘দ্য বিটারসুইট’ ছবির অনুকরণে ‘আওয়ারাপন’ ছবিটি তৈরি করে তাঁদের প্রযোজনা সংস্থা। ছবিতে ইমরান হাশমির অভিনয় প্রশংসা কুড়োয়। বক্সঅফিসেও সাফল্য পায় ছবিটি।

০৩ ১১
২০১৪-য় ‘এক ভিলেন’ ছবিটি তৈরি করেন পরিচালক মোহিত সুরি। খলনায়কের ভূমিকায় রীতেশ দেশমুখের অভিনয় প্রশংসিত হয়। এই ছবির গল্প দক্ষিণ কোরিয়ার ‘আই স দ্য ডেভিল’ থেকে নেওয়া।

২০১৪-য় ‘এক ভিলেন’ ছবিটি তৈরি করেন পরিচালক মোহিত সুরি। খলনায়কের ভূমিকায় রীতেশ দেশমুখের অভিনয় প্রশংসিত হয়। এই ছবির গল্প দক্ষিণ কোরিয়ার ‘আই স দ্য ডেভিল’ থেকে নেওয়া।

০৪ ১১
সঞ্জয় দত্ত ও জন আব্রাহম অভিনীত ‘জিন্দা’ ছবিটি যখন মুক্তি পায়, সমসাময়িক অন্য হিন্দি ছবির থেকে সেটি সম্পূর্ণ আলাদা ছিল। এই ছবির গল্পও দক্ষিণ কোরিয়ার ‘ওল্ডবয়’ ছবি থেকে নেওয়া।

সঞ্জয় দত্ত ও জন আব্রাহম অভিনীত ‘জিন্দা’ ছবিটি যখন মুক্তি পায়, সমসাময়িক অন্য হিন্দি ছবির থেকে সেটি সম্পূর্ণ আলাদা ছিল। এই ছবির গল্পও দক্ষিণ কোরিয়ার ‘ওল্ডবয়’ ছবি থেকে নেওয়া।

০৫ ১১
নাম এক হলেও ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার’ এবং ২০১১ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার-২’-র গল্প সম্পূর্ণ আলাদা। মার্ডার ছবিটি হলিউডের ‘আনফেথফুল’ ছবির অনুকরণে তৈরি হলেও, ‘মার্ডার-২’ ছবির গল্প নেওয়া হয় দক্ষিণ কোরিয়ার ‘দ্য চেজার’ ছবি থেকে।

নাম এক হলেও ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার’ এবং ২০১১ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার-২’-র গল্প সম্পূর্ণ আলাদা। মার্ডার ছবিটি হলিউডের ‘আনফেথফুল’ ছবির অনুকরণে তৈরি হলেও, ‘মার্ডার-২’ ছবির গল্প নেওয়া হয় দক্ষিণ কোরিয়ার ‘দ্য চেজার’ ছবি থেকে।

০৬ ১১
মা হওয়ার পর ২০১৫ সালে ‘জজবা’ ছবির মাধ্যমে কামব্যাক করেন ঐশ্বর্যা রাই বচ্চন। সেটি ছিল দক্ষিণ কোরিয়ার ‘সেভেন ডেজ’ ছবির রিমেক। তবে ঐশ্বর্যার ‘জজবা’ বক্স অফিসে সাফল্য পায়নি। ইরফান খানের মতো অভিনেতা থাকা সত্ত্বেও ছবিটি জমেনি বলে মন্তব্য করেন সমালোচকরা।

মা হওয়ার পর ২০১৫ সালে ‘জজবা’ ছবির মাধ্যমে কামব্যাক করেন ঐশ্বর্যা রাই বচ্চন। সেটি ছিল দক্ষিণ কোরিয়ার ‘সেভেন ডেজ’ ছবির রিমেক। তবে ঐশ্বর্যার ‘জজবা’ বক্স অফিসে সাফল্য পায়নি। ইরফান খানের মতো অভিনেতা থাকা সত্ত্বেও ছবিটি জমেনি বলে মন্তব্য করেন সমালোচকরা।

০৭ ১১
অমিতাভ বচ্চন, নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং বিদ্যা বালানের মতো অভিনেতা থাকা সত্ত্বেও বক্সঅফিসে কোনও ম্যাজিক দেখাতে পারেনি ‘তিন’ ছবিটি। ছবির গল্প দক্ষিণ কোরিয়ার ‘মন্তাজ’ থেকে নেওয়া।

অমিতাভ বচ্চন, নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং বিদ্যা বালানের মতো অভিনেতা থাকা সত্ত্বেও বক্সঅফিসে কোনও ম্যাজিক দেখাতে পারেনি ‘তিন’ ছবিটি। ছবির গল্প দক্ষিণ কোরিয়ার ‘মন্তাজ’ থেকে নেওয়া।

০৮ ১১
‘দিল চাহতা হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে অন্য ঘরানার ছবির রীতি চালু করেছিলেন ফারহান আখতার। অভিনেতা হিসেবে ২০০৮ সালে ‘রক অন’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি। যুবসমাজে বেশ জনপ্রিয়তা পায় ছবিটি। তবে অনেকেই জানেন না যে ছবির গল্পের সঙ্গে ‘আ হ্যাপি লাইফ’-এর গল্পের বেশ মিল রয়েছে।

‘দিল চাহতা হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে অন্য ঘরানার ছবির রীতি চালু করেছিলেন ফারহান আখতার। অভিনেতা হিসেবে ২০০৮ সালে ‘রক অন’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি। যুবসমাজে বেশ জনপ্রিয়তা পায় ছবিটি। তবে অনেকেই জানেন না যে ছবির গল্পের সঙ্গে ‘আ হ্যাপি লাইফ’-এর গল্পের বেশ মিল রয়েছে।

০৯ ১১
দক্ষিণ কোরিয়ার ‘অলওয়েজ’ ছবি থেকে হিন্দি ভার্সন হিসেবে মুক্তি পায় ‘দো লফজোঁ কি কহানি’ ছবিটি। রণদীপ হুডার মতো অভিনেতা থাকা সত্ত্বেও ছবিটি সাফল্য পায়নি।

দক্ষিণ কোরিয়ার ‘অলওয়েজ’ ছবি থেকে হিন্দি ভার্সন হিসেবে মুক্তি পায় ‘দো লফজোঁ কি কহানি’ ছবিটি। রণদীপ হুডার মতো অভিনেতা থাকা সত্ত্বেও ছবিটি সাফল্য পায়নি।

১০ ১১
বড়পর্দায় ভারতীয় সংস্কৃতি তুলে ধরার জন্যই পরিচিত সুরজ বরজাতিয়া। ২০১৫ সালে তাঁর পরিচালনায় ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটি ঘিরে প্রত্যাশাও ছিল তুঙ্গে। কিন্তু ছবি মুক্তি পাওয়ার পর দেখা যায়, ছবির গল্প দক্ষিণ কোরিয়ার ‘ম্যাসকোয়েরেড’ থেকে অনুপ্রাণিত। ছবিটিকে সমালোচকরা ‘ব্যাকডেটেড’ বলে উল্লেখ করলেও বক্সঅফিসে ভাল ব্যবসা করে সেটি।

বড়পর্দায় ভারতীয় সংস্কৃতি তুলে ধরার জন্যই পরিচিত সুরজ বরজাতিয়া। ২০১৫ সালে তাঁর পরিচালনায় ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটি ঘিরে প্রত্যাশাও ছিল তুঙ্গে। কিন্তু ছবি মুক্তি পাওয়ার পর দেখা যায়, ছবির গল্প দক্ষিণ কোরিয়ার ‘ম্যাসকোয়েরেড’ থেকে অনুপ্রাণিত। ছবিটিকে সমালোচকরা ‘ব্যাকডেটেড’ বলে উল্লেখ করলেও বক্সঅফিসে ভাল ব্যবসা করে সেটি।

১১ ১১
অ্যাকশন হিরো হিসেবে জন আব্রাহামকে প্রতিষ্ঠা দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ‘রকি হ্যান্ডসাম’ ছবিটির। সেটি দক্ষিণ কোরিয়ার ‘দ্য ম্যান ফ্রম নোহোয়্যার’ ছবির রিমেক।

অ্যাকশন হিরো হিসেবে জন আব্রাহামকে প্রতিষ্ঠা দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ‘রকি হ্যান্ডসাম’ ছবিটির। সেটি দক্ষিণ কোরিয়ার ‘দ্য ম্যান ফ্রম নোহোয়্যার’ ছবির রিমেক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy