ভারতীয়েরা বর্ণবিদ্বেষেরই যোগ্য। এমন মন্তব্যে সায় দিয়ে বিপাকে কৌতুকশিল্পী অভিষেক উপমন্যু। কয়েক মাস আগেই রণবীর ইলাহাবাদিয়া ও সময় রায়না নিন্দিত হয়েছিলেন। সেই ঘটনা নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। এ বার আরও এক কৌতুকশিল্পী বিতর্কে জড়ালেন। তবে এ বার বিতর্কের সূত্রপাত পহেলগাঁওকাণ্ডকে কেন্দ্র করে।
অভিজিৎ আয়ার মিত্র নামে এক নেটপ্রভাবী পাকিস্তানের নাগরিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার উত্তরে মিস খজওয়া নামে এক পাক নাগরিক লেখেন, “কোনও রুচি নেই। গালাগালের মধ্যে কোনও রসবোধ থাকে না। গোটা বিশ্ব কিন্তু আপনাদের দেশকে ধর্ষকদের আস্তানা বলে চেনে, আর সেটাই ঠিক। অধিকাংশ ভারতীয়দের জন্য এই ধরনের মন্তব্য খুবই লাগসই। তাই পশ্চিমের দেশে আপনারা বর্ণবৈষম্যেরই যোগ্য।” এই পোস্টে এসে ‘হ্যাঁ’ লিখে নিজের সহমত প্রকাশ করেন অভিষেক উপমন্যু। তার পর থেকেই নেটাগরিকদের কটাক্ষের শিকার হন তিনি।
আরও পড়ুন:
এক নেটাগরিক লিখেছেন, “এ কী অবস্থা অভিষেক! ভাবতেও লজ্জা লাগছে, যে তোমাকে ভাল মানুষ মনে করেছিলাম।” এমনই বেশ কিছু মন্তব্য পড়তে থাকে অভিষেকের নামে। তার কিছু ক্ষণের মধ্যেই অভিষেক তাঁর এক্স অ্যাকাউন্ট মুছে দেন।
উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁও-এর ঘটনায় ত্রস্ত মানুষ। ঘটনার দায় স্বীকার করেছে লশকর-এ-ত্যায়বা। তাই ফের পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় (এফডব্লিউআইসিই)। এই সংগঠনের সাধারণ সম্পাদক অশোক দুবে দাবি করেছেন, এ বার পাক শিল্পীদের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে হবে।