Advertisement
২২ জানুয়ারি ২০২৫
SS Rajamouli

‘বাহুবলী’ সফল, অস্কারজয়ী ‘নাটু নাটু’, তবু কোন সিনেমা পরিচালনা না করার আফসোস রাজামৌলির?

বলিউডকে অনেক হিট ছবি উপহার দিয়েছেন পরিচালক এস এস রাজামৌলি। কিন্তু কোন সিনেমার পরিচালনার প্রস্তাব ফেরানোর জন্য এখনও হাত কামড়ান তিনি?

SS Rajamouli Refused to Direct Salman Khan’s Bajrangi Bhaijaan

এসএস রাজামৌলি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৫
Share: Save:

২০১৫ সালে মুক্তি পায় করিনা কপূর ও সলমন খান অভিনীত ছবি ‘বজরঙ্গি ভাইজান’। ব্যবসায়িক সাফল্যের নিরিখি হিন্দি সিনেমার ইতিহাসে নজির গড়েছিল সেই ছবি। প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসা করে এই ছবি। পর্দায় ‘মুন্নি’ আর ‘বজরঙ্গি ভাইজান’-এর সম্পর্কের সমীকরণ আজও মনে থেকে গিয়েছে দর্শকের। পরিচালক কবীর খানের এই ছবি বলিউডে হিট ছবির তালিকায় উপরের দিকে রয়েছে। কিন্তু প্রথম থেকে এই ছবি পরিচালনার কথা ছিল না কবীরের। পরিচালনা করার কথা ছিল এস এস রাজামৌলির।

‘বজরঙ্গি ভাইজান’ ছবির স্ক্রিপ্ট লিখেছিলেন এস এস রাজামৌলির বাবা কে ভি বিজেন্দ্র প্রসাদ। স্ক্রিপ্ট লেখার পরেই প্রথমে তিনি শোনান তাঁর ছেলেকে। স্ক্রিপ্ট শোনার পরেই নাকি কেঁদে ফেলেছিলেন ‘বাহুবলী’র পরিচালক। বিজেন্দ্র প্রসাদ চেয়েছিলেন এ ছবি তাঁর ছেলের হাতেই তৈরি হোক। কিন্তু রাজি হননি রাজামৌলি। সম্প্রতি এ প্রসঙ্গে কথা বলেছেন বিজেন্দ্র প্রসাদ। তিনি বলেন, ‘‘আমি ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে, এ সিনেমাটি তুমি বানাবে না কি অন্য কাউকে ভাবব। রাজামৌলি একবাক্যে সে প্রস্তাব ফিরিয়ে দেয়।’’

ছবি মুক্তির পর বোধহয় পরিচালনা করার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার আক্ষেপ কুরে কুরে খাচ্ছিল রাজামৌলিকে। সেই সময় নাকি তিনি বাবার উপর খানিক অভিমান করেই বলেছিলেন, ‘‘তুমি আমাকে ভুল সময়ে এই ছবি বানানোর প্রস্তাব দিয়েছিলে। আমি তখন ‘বাহুবলী’র কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। সেই উত্তেজনায় না বলে দিয়েছিলাম। যদি ১০ দিন আগে কিংবা ১০ দিন পরেও জিজ্ঞেস করতে তা হলে হয়তো আমি হ্যাঁ বলে দিতাম’’

‘বজরঙ্গি ভাইজান’-এর ভাইজান পর্দায় ফিরছে আট বছর পর। আসছে এই ছবির দ্বিতীয় পর্ব। এই ছবিরও স্ক্রিপ্ট লিখেছেন বিজেন্দ্র প্রসাদ। ছবির দ্বিতীয় পর্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি নিশ্চিত ৮ বছর আগে বজরঙ্গি ভাইজান দেখে যতটা কেঁদেছিলেন দর্শক এখনও চোখ ভিজবে সকলের।’’

অন্য বিষয়গুলি:

SS Rajamouli Film Director Bajrangi Bhaijaan Salman Khan Bahubali Bahubali 2 RRR
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy