শ্রীময়ীর অঙ্গে ঘিয়ে জমির চওড়া লাল পাড় শাড়ি। কাঞ্চনও বেছে নিয়েছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি!
নবমী নিশিতে এক ফ্রেমে বন্দি কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ! বহু দিন পরে এক সঙ্গে তাঁরা। সেই ছবি অভিনেত্রীর ইনস্টাগ্রামে পুজোর শেষ রাতেই। চর্চাও শুরু তখন থেকেই। ছবি দিয়ে সোচ্চারে কী বলতে চেয়েছেন তাঁরা? আনন্দবাজার অনলাইনকে ফোনে সাড়া দেননি শ্রীময়ী। তবে ছবি দিয়ে তিনি সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘যতই বাধা আসুক, সব পেরিয়ে মূল্যবান মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করার অভ্যেস বন্ধ করিনি। যেমন প্রতি বছর করে এসেছি। তেমনই এ বছরেও...!’
পিঙ্কি-কাঞ্চন-শ্রীময়ী ত্রিকোণ সম্পর্ক প্রকাশ্যে আসতেই অভিনেতা-বিধায়ক এবং অভিনেত্রীকে এক ফ্রেমে আর দেখা যায়নি। যদিও তাঁদের মধ্যে যোগাযোগ রয়েছে। সে কথার প্রমাণ দিয়েছে তাঁদের বিভিন্ন ছবি। রথেও তাঁরা এক সঙ্গে ছিলেন। তবে ছবি দিয়েছিলেন আলাদা ভাবে। এ দিন তাঁদের সঙ্গে দেখা গিয়েছে আইনজীবী তথা শাসকদলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সম্ভবত শ্রীরামপুরের পুজোয় গিয়েছিলেন তাঁরা। কাঞ্চন-শ্রীময়ীর এই সাহসী পদক্ষেপ আবারও মনে করে দিয়েছে শোভন চট্টোপাধ্যায়-বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। পুজোর দিন দুই আগে এ ভাবেই একটি ওয়েবসাইটের পাতায় তাঁরা এক সঙ্গে এসেছিলেন। স্বীকার করেছেন, প্রেম আছে। এ বার কি সেই পথে কাঞ্চন-শ্রীময়ীও?উত্তর পাওয়া যায়নি।
তবে শোভন-বৈশাখীর মতোই এ দিন তাঁরাও রং মেলালেন। শ্রীময়ীর অঙ্গে ঘিয়ে জমির চওড়া লাল পাড় শাড়ি। কাঞ্চনও বেছে নিয়েছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি! তাই দেখে অনুরাগীদের রসিকতা, ‘শোভন-বৈশাখীর দুর্বল সংস্করণ!’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy