শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা করলেন রোশন সিংহ। সৌজন্যে-ফেসবুক
শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংহের বিবাহবিচ্ছেদের মামলায় নয়া মোড়। মিথ্যা সাক্ষ্য দেওয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে পুনরায় মামলা করেন রোশন সিংহ। সিপিআরসি ৩৪০ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে ‘পার্জারি’-র মামলা করেছেন রোশন।
কোনও ব্যক্তি যদি মামলা চলাকালীন মিথ্যা বয়ান দেন, তাঁর বিরুদ্ধে এই মামলা করা যায়। প্রশ্ন হল হঠাৎ অভিনেত্রীর বিরুদ্ধে এই অভিযোগই বা কেন তুললেন? বিবাহবিচ্ছেদ মামলা করেন অভিনেত্রী। মাসিক সাত লক্ষ টাকা খোরপোষের দাবি জানান শ্রাবন্তী। বিবাহবিচ্ছেদের মামলা করার সময় নিজের আয়-ব্যয়ের খতিয়ান নথিভুক্ত করেন অভিনেত্রী। আর তাতেই নাকি ধরা পরছে অসংগতি।
সূত্রের খবর, অভিনেত্রী নির্বাচনে দাঁড়ানোর সময় যে আয়-ব্যয়ের হিসাব দেন, তাঁর সঙ্গে এই মামলায় দেওয়া তথ্যের অসংগতি রয়েছে। এমনই অভিযোগ রোশনের। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের কাছে মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি জানান, ‘‘এই বিষয়ে আইনজীবীর সঙ্গে কথা না বলে কিছুই জানাতে চাই না।’’ ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আলিপুর কোর্টে। শ্রাবন্তীর বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলে জেলও হতে পারে অভিনেত্রীর, জানালেন রোশনের আইনজীবী।
রোশন সিংহের সঙ্গে ২০২০ সালে তৃতীয় বারের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হন টলিপাড়ার চর্চিত এই নায়িকা। বছর ঘুরতে না ঘুরতে বিচ্ছেদ। ২০২১ সালে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন অভিনেত্রী। দু’বছর ধরে চলছে এই মামলা। এ বার ফের অভিনেত্রীর উপর পাল্টা মামলা করলেন রোশন। কবে মিটবে রোশন-শ্রাবন্তী বিবাহবিচ্ছেদের মামলা? জল ঠিক কত দূর গড়াবে? তা সময় বলবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy