Advertisement
E-Paper

ধর্মের সুড়সুড়ি না রাজনীতির গন্ধ? অযোধ্যা থেকে ফিরে সোজাসাপটা উত্তর রজনীকান্তের

গত সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড শিল্পীদের পাশাপাশি হাজির ছিলেন দক্ষিণী তারকারাও। তাঁদের মধ্যে অন্যতম রজনীকান্ত, চিরঞ্জীবী, রাম চরণ।

South star Rajinikanth opens up about Ayodhya Ram Mandir consecration, says it is not politics

রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সচিন তেন্ডুলকরের সঙ্গে রজনীকান্ত। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪ ১৯:৪৯
Share
Save

গত ২২ জানুয়ারি অযোধ্যা সেজে উঠেছিল রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে। রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানে অযোধ্যায় ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত। আমন্ত্রিতের তালিকায় ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আলিয়া ভট্ট, রণবীর কপূর, ক্যাটরিনা কইফ, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানার মতো বলিউড অভিনেতারা। শুধু তাঁরাই নন, ঐতিহাসিক ওই অনুষ্ঠানের সাক্ষী থাকতে অযোধ্যায় হাজির হয়েছিলেন রজনীকান্ত, চিরঞ্জীবী, রাম চরণের মতো দক্ষিণী তারকারাও। তবে অনুষ্ঠানের জাঁকজমকে ঢাকা পড়ে যায়নি বিতর্ক। চলতি বছরে নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যেই নাকি এমন জমকালো আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি, দাবি বিরোধীদের। দক্ষিণ ভারতে বিজেপির ঘাঁটি শক্ত নয় এমনিতেই। সেই কারণে তিরুপতি বালাজির আদলে কৃষ্ণকায় রামলালার মূর্তি স্থাপন করেই নাকি দাক্ষিণাত্যের মন জয় করতে চান মোদী— দাবি তাঁদের। অযোধ্যা থেকে চেন্নাই ফিরেই প্রশ্নের মুখে পড়েছিলেন খোদ রজনীকান্ত। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতেও দ্বিধা করলেন না থালাইভা।

অযোধ্যায় রামমন্দিরে ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানের পর রামলালার মূর্তিও দর্শন করেছেন রজনীকান্ত। সাংবাদিকরা রজনীকান্তকে প্রশ্ন করলে তারকা বলেন, ‘‘আমি গোটা অনুষ্ঠান খুব উপভোগ করেছি। প্রথম ১৫০ জনের মধ্যে আমি ছিলাম, যাঁদের রামলালার মূর্তি দর্শন করার সৌভাগ্য হয়েছিল। এবং আমি খুব খুশি। আমার জন্য এটা আধ্যাত্মিকতা, কোনও রাজনীতি নয়। আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা মতামত থাকতেই পারে। সব সময় তো সবার মত মেলে না।’’

অন্য দিকে, রজনীকান্তের মতো তারকা ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও দেখা যায়নি দক্ষিণী বিনোদন জগতের আর এক মেগাতারকা কমল হাসনকে। নিজের অনুপস্থিতি নিয়ে মুখ খুলে কমল বলেন, ‘‘৩০ বছর আগে আমার যা মত ছিল এই বিষয়ে, এখনও তাই-ই আছে।’’ প্রসঙ্গত, ৩২ বছর আগে ১৯৯২ সালে অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস নিয়ে মুখ খুলেছিলেন কমল। বাবরি মসজিদ ধ্বংসের বিরোধিতা করে মুখ খুলেছিলেন যে গুটিকতক তারকা, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ‘বিক্রম’ খ্যাত অভিনেতা। সেই সময় কমল বলেছিলেন, ‘‘তাঞ্জোর মন্দির বা ভেলঙ্কন্নি চার্চ যেমন আমার আপন, বাবরি মসজিদও তেমনই।’’

Rajinikanth Ayodhya Ram Mandir Ram Mandir Inauguration Bollywood Celebs in Ram Mandir Inauguration Kamal Haasan Babri Masjid

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

ক্যানসেল করতে পারবেন আপনার সুবিধামতো

Best Value
প্রতি বছরে

৫১৪৮

১৯৯৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
প্রতি মাসে

৪২৯

১৬৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।