Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Allu Arjun on David Warner

‘পুষ্পা’র সংলাপে মজলেন অস্ট্রেলীয় ক্রিকেটার ওয়ার্নার, কী প্রতিক্রিয়া অল্লু অর্জুনের?

ভাঙা হিন্দিতে ‘ফায়ার হ্যা ম্যায়’, অস্ট্রেলীয় ক্রিকেটারের মুখে অল্লুর সংলাপ শুনে উচ্ছ্বসিত অনুরাগীরা। প্রশংসায় মজলেন দক্ষিণী তারকা।

Image of Allu Arujn and David Warner

ডেভিড ওয়ার্নারের মুখে অল্লু অর্জুনের সংলাপ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০২৪ ১৮:১১
Share: Save:

অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ চরিত্রের সঙ্গে আবারও জুড়ে গেল অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের নাম। একটি গদির বিজ্ঞাপনের ভিডিয়োতে দেখা গেল, ‘পুষ্পা’র কায়দায় সংলাপ বলছেন ক্রিকেটার। সোমবার নিজের সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ভাগ করে নিলেন তিনি। নতুন বিজ্ঞাপনটি দেখে প্রতিক্রিয়া জানালেন দক্ষিণী তারকা। পাল্টা উত্তর দিলেন ক্রিকেটার।

ভাঙা হিন্দিতে ‘ফায়ার হ্যায় ম্যায়’, ক্রিকেটারের মুখে অল্লুর সংলাপ শুনে উচ্ছ্বসিত অনুরাগীরা। কেউ বলেছেন, “ভুল করে অস্ট্রেলিয়ায় জন্মেছেন ওয়ার্নার।” কারও মতে, “ডেভিড অর্ধ ভারতীয় এবং অর্ধ অস্ট্রেলিয়ান।” জনৈক দর্শকের কথায়, “ডেভিড আদতে অস্ট্রেলিয়ান নন।” শুধু তা-ই নয়, কেউ বলেছেন, “সব সময়ের জন্য পুষ্পা। মাঝেমাঝে তিনি অস্ট্রেলীয় ক্রিকেটার।”

এত মন্তব্যের ভিড়ে কী বললেন অল্লু অর্জুন?

হাসিতে ফেটে পড়ার ইমোজি দিয়েছেন তিনি। তার সঙ্গে আগুন ও থামস আপের ইমোজি। ডেডিভ ওয়ার্নারের পরিবর্তে দেবেন্দ্র বর্মা নামে সম্বোধন করেছেন অনুরাগীরা। অল্লুর মন্তব্যকে ঘিরে হুড়োহুড়ি পড়ে যায় মন্তব্যের ঘরে। অনুরাগীদের পাশাপাশি ক্রিকেটার লিখেছেন, “কী মজার! আপনিই সেরা।”

২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ়’। অল্লু অর্জুন অভিনীত এই ছবি নজর কেড়েছিল দর্শকের। এই ছবির মাধ্যমেই সর্বভারতীয় স্তরে পরিচিত মুখ হয়ে ওঠেন অল্লু। শুধু তা-ই নয়, এই ছবির জন্যই জাতীয় পুরস্কার পান তিনি, দেশের বক্স অফিসে সাড়ে তিনশো কোটি টাকার বেশি ব্যবসা করেছিল এই ছবি। তার পর থেকেই ছবির দ্বিতীয় ভাগ ‘পুষ্পা: দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছেন দর্শক ও অনুরাগীরা। চলতি বছরে ১৫ অগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা ২’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE