গাড়ি থেকে ঝাঁপ মারলেন সৌরভ দাস। সাদা কালো ছবিতে তাঁর বলিউডি স্টাইলে হাঁ হয়ে গিয়েছেন অনুরাগীরা। কিন্তু উপমা হিসেবে ব্যবহার করলেন এই ছবিটিকে। কীসের সঙ্গে? সারা বিশ্ব এখন করোনা-কূপে ডুবে চলেছে। এই সময়টা যেন তাড়াতাড়ি পেরিয়ে যাওয়া যায়, সেই প্রার্থনা করছে সকলে। একটাই আশা, ভ্যাক্সিন। কিন্তু তারও দেখা মিলছে না। মনে হচ্ছে, ২০২০ সালটাই ভয়াবহ। নতুন বছর আসুক। আর সকলে মিলে লাফ দিয়ে বেরনো যাক! সৌরভের মতে, তিনি ঠিক সে ভাবেই লম্ফ মেরেছেন।
সাদা কালো ছবি। হুডখোলা গাড়ি। চোখে রোদ চশমা ও মাথায় ব্যান্ডানা পরে দু’পা তুলে গাড়ি থেকে ঝাঁপ মেরে বাইরে বেরোচ্ছেন অভিনেতা। ক্যাপশনে লেখা, ‘২০২০ সাল থেকে ঝাঁপ দিয়ে বেরনোটা অনেকটা…’ বাক্যটি শেষ না করলেও বলাই বাহুল্য, তিনি তাঁর পোজের কথাই বোঝাচ্ছেন। নীচের হ্যাশট্যাগ দেখলে বোঝা যাবে, ছবিটা পুরনো। এ রকম একটি ছবির কমেন্ট বক্স যে অনুরাগীদের ভালবাসায় ভরে উঠবে, তা তো জানাই কথা! সঙ্গে আশার কথাও জানাচ্ছেন তিনি।
আরও পড়ুন: সন্তানের অপেক্ষা করতে করতে হঠাৎ মন খারাপ কেন অনুষ্কার?
আরও পড়ুন: মায়ের গর্ভেই টুম্পার প্রেমে পড়ছে ভাবী প্রজন্ম: সুমনা দাস