‘সাঁঝবাতি’ ছবির দৃশ্য
সৌমিত্র চট্টোপাধ্যায় মারা যাওয়ার পরে তাঁর অভিনীত ‘সাঁঝবাতি’ ফের রিলিজ় করেছিলেন প্রযোজক অতনু রায়চৌধুরী। এ বার সেই ছবি মফস্সলের ৩৮টি সিনেমা হলে বিনা ভাড়ায় চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘সিনেমার স্বার্থেই এই সিদ্ধান্ত। মফস্সলের হলগুলো ধুঁকছে। তাই ডিস্ট্রিবিউশনের ভাড়া ছাড়াই ছবিটা চালাতে দিলাম।’’ একই উদ্যোগ এসভিএফ-এরও। একগুচ্ছ ছবি কোনও ভাড়া ছাড়াই হলগুলিকে চালাতে দিয়েছে তারা। শহরতলি, গ্রামাঞ্চলের হলগুলির পরিস্থিতি নিয়ে ইম্পাও উদ্বিগ্ন। সভাপতি পিয়া সেনগুপ্ত বলছিলেন, ‘‘কিছু প্রযোজক পাশে দাঁড়িয়েছেন। শহরতলিতে পুরনো ছবি চালিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা চলছে। বড় হলে তো সেটাও সম্ভব নয়।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy