Advertisement
E-Paper

জোয়ের সঙ্গে তিক্ত বিচ্ছেদের মধ্যেও ফুরফুরে মেজাজে সোফি! সাহস জোগাচ্ছেন কে?

গত সেপ্টেম্বরে বিচ্ছেদ ঘোষণা করেছেন পপ তারকা জো জোনাস এবং অভিনেত্রী সোফি টার্নার। যদিও তার পরে একাধিক বিষয়ে কাদা ছোড়াছুড়ি লেগেই রয়েছে জো এবং সোফির মধ্যে।

Sophie Turner shares and then deletes cryptic post amid ugly Joe Jonas divorce

(বাঁ দিকে) জো জোনাস, সোফি টার্নার (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ ১৮:১৬
Share
Save

হলিউডে এখন বিচ্ছেদের হিড়িক। একের পর এক জনপ্রিয় জুটির সংসারে ভাঙন। গত সেপ্টেম্বরে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছেন পপ তারকা জো জোনাস ও ‘গেম অফ থ্রোন্‌স’ খ্যাত অভিনেত্রী সোফি টার্নার। মাসখানেক ধরে সেই খবরেই সরগরম হলিউড। বিবাহবিচ্ছেদের এই প্রক্রিয়ার মধ্যেই সন্তানদের নিয়ে রীতিমতো টানাপড়েন চলছে জো ও সোফির মধ্যে। দুই সন্তানকে আমেরিকায় আটকে রাখার অভিযোগে জোয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছিলেন সোফি। অন্য দিকে, পিছিয়ে নেই জোয়ের আইনি সহকারীরাও। বিবাহবিচ্ছেদের এই তিক্ততার সঙ্গে যুঝতে ক্রমাগত নিজেকে সাহস জোগাচ্ছেন সোফি নিজেই। পাশে পেয়েছেন টেলর সুইফ্‌টের মতো পপ তারকাকে। টেলর আবার জোয়ের প্রাক্তন প্রেমিকাও। জোয়ের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর থেকে একাধিক বার টেলরের সঙ্গে দেখা গিয়েছে সোফিকে। বিবাহবিচ্ছেদ নিয়ে সমাজমাধ্যমের পাতায় পোস্ট করার পর সম্প্রতি নিজে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন সোফি। তবে সেই ছবি শেয়ার করার কিছু ক্ষণের মধ্যেই তা সরিয়েও দেন তিনি। কেন?

সোফি টার্নারের ইনস্টাগ্রাম স্টোরি।

সোফি টার্নারের ইনস্টাগ্রাম স্টোরি। ছবি: সংগৃহীত।

সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সোফি একটি ছবি পোস্ট করেন, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। সোফির হাতে একটি ব্রেসলেট, তাতে লেখা ‘ফিয়ারলেস’, যার বাংলা অর্থ ‘নির্ভীক’। অর্থাৎ, বিবাহবিচ্ছেদ ও সন্তানদের কাস্টডি নিয়ে জোয়ের সঙ্গে এই লড়াইয়ে নির্ভীক হয়ে লড়তে চান তিনি। অন্য দিকে, টেলরের এক জনপ্রিয় অ্যালবামের নামও তাই। তবে কি এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা সোফির?

কয়েক সপ্তাহ আগে খবর পাওয়া গিয়েছিল, নিউ ইয়র্কে দুই সন্তানকে নিয়ে থাকার জন্য সোফিকে নিজের গোটা অ্যাপার্টমেন্টটাই ছেড়ে দিয়েছেন টেলর। আপাতত সেখানেই থাকছেন সোফি। বিচ্ছেদের পরে দুই সন্তানকে আমেরিকায় আটকে রাখার অভিযোগে জোয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছিলেন সোফি। সেই মামলায় আপাতত আমেরিকার নিউ ইয়র্ক ও তার আশপাশেই জো ও সোফির দুই সন্তানকে রাখার পরামর্শ দিয়েছিল আদালত। নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড, হাডসন ভ্যালির মতো কোনও একটি জায়গায় থাকতে পারে তারা। আদালতের এই সিদ্ধান্তে সম্মতি জানান জো ও সোফিও। সন্তানদের কাছাকাছি থাকার কথা মাথায় রেখেই নাকি খাস নিউ ইয়র্ক সিটিতে বাসের ভাবনা সোফির। এ দিকে জোয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর প্রাক্তন স্বামীর প্রাক্তন প্রেমিকা টেলরের সঙ্গে একাধিক বার দেখা গিয়েছে সোফিকে। সম্প্রতি নিউ ইয়র্কের এক রেস্তরাঁয় পপ তারকার সঙ্গে ডিনার ডেটেও গিয়েছিলেন সোফি। জোয়ের দুই প্রাক্তনের মধ্যে সম্পর্ক যে বন্ধুত্বপূর্ণ, তা তো স্পষ্ট বটেই। পাশাপাশি, আগামী দিনে বিবাহবিচ্ছেদের কঠিন লড়াইয়েও যে টেলরকে পাশে পাবেন সোফি, তা নিয়েও কোনও সন্দেহ নেই।

Hollywood Hollywood Scoop Sophie Turner Joe Jonas Taylor Swift Jonas Brothers

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

ক্যানসেল করতে পারবেন আপনার সুবিধামতো

Best Value
প্রতি বছরে

৫১৪৮

১৯৯৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
প্রতি মাসে

৪২৯

১৬৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।