সোনু সুদ।
তাঁর বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন সোনু সুদ। একটি বিবৃতি জারি করে নিজের বক্তব্য জানালেন তিনি।
তিনি লিখেছেন, ‘সব সময় তোমাকে নিজের কথা বলতে হবে না। সময় সব কিছু বলে দেবে।’ দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর সংকল্পে তিনি এখনও অনড়। ভবিষ্যতেও একই ভাবে কাজ করে যাবেন বলেন জানিয়েছেন সোনু। কয়েক দিন আগে আয়কর দফরের তরফে জানানো হয়েছিল, সোনুর স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্টে ১৮ কোটি টাকা ছিল। যেখান থেকে ১ কোটি ৯০ লক্ষ টাকা সেবামূলক নানা কাজে ব্যবহার করা হয়েছে। বাকি টাকা এখনও পর্যন্ত পড়ে আছে। বিভিন্ন জায়গা থেকে আর্থিক সাহায্য পাওয়ার প্রসঙ্গে সোনু লিখেছেন, ‘অনেক সময় আমি নানা ব্র্যান্ডকে বলেছি আমার পারিশ্রমিক সেবামূলক কাজে দান করতে। এ ভাবেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। বিগত চার দিন ধরে কয়েক জন অতিথিকে নিয়ে ব্যস্ত ছিলাম। আমি আবার আপানদের সেবা করতে ফিরে এসেছি। সারা জীবন আপনাদের সেবায় নিয়োজিত থাকব।’
“सख्त राहों में भी आसान सफर लगता है,
— sonu sood (@SonuSood) September 20, 2021
हर हिंदुस्तानी की दुआओं का असर लगता है” pic.twitter.com/0HRhnpf0sY
আয়কর দফতরের বিবৃতিতে জানানো হয়েছিল, নিজের স্বেচ্ছাসেবী সংস্থার জন্য বিদেশ থেকেও ২ কোটি ১০ লক্ষ টাকা সংগ্রহ করেছিলেন সোনু। যা ভারতীয় আইনে নিষিদ্ধ। তাঁর বিরুদ্ধে ২০ কোটি টাকারও বেশি আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়। কিন্তু সোমবার পাল্টা বিবৃতি জারি করে সোনু বুঝিয়ে দিয়েছেন, তাঁর বিরুদ্ধে এই অভিযোগে তিনি বিশেষ বিচলিত নন। করোনা অতিমারির শুরু থেকে তিনি যা করছিলেন, ভবিষ্যতেও তা-ই করে যাবেন। বিবৃতির শেষ ভাগে তিনি লিখেছেন, ‘তুমি ভাল করলে, তোমার ভাল হবে। যার শেষ ভাল, তার সব ভাল।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy