Advertisement
E-Paper

‘অনেক হয়েছে! এ বার দয়া করে থামুন’, মেজাজ হারিয়ে কার উদ্দেশে পরামর্শ সোনাক্ষীর?

গত বছর জুন মাসে জ়াহিরের সঙ্গে বিয়ে সেরে তাঁদের সম্পর্কে সিলমোহর দেন সোনাক্ষী। তার আগে তাঁরা প্রায় সাত বছর সম্পর্কে ছিলেন।

Sonakshi Sinha snaps at paparazzi for following her asks them to give her space

অভিনেত্রী সোনাক্ষী সিংহ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৭:৫৭
Share
Save

সোনাক্ষী সিংহকে সচরাচর মাথা গরম করতে দেখা যায় না। পাপারাৎজ়িদের সঙ্গেও তাঁর সম্পর্ক খুবই ভাল। তবে এ বার মেজাজ হারালেন অভিনেত্রী। এক ছবিশিকারির কাজ দেখে কড়া ভাষায় কথা বললেন অভিনেত্রী।

সম্প্রতি, নেট দুনিয়ায় সোনাক্ষীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মুম্বইয়ের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রবেশ করছেন অভিনেত্রী। তখনই এক ছবিশিকারি তাঁকে অনুসরণ করতে শুরু করেন। শুরু হয় একের পর এক ছবি তোলা।

প্রথমে সোনাক্ষী হাসি মুখেই হাঁটছিলেন। কিন্তু শেষে মেজাজ হারান। ছবিশিকারির উদ্দেশে তাঁকে ওই ভিডিয়োয় বলতে শোনা গিয়েছে, ‘‘এ বার আপনি থামুন! অনেক হয়েছে।’’ তার পরেই ওই ছবিশিকারির উদ্দেশে হাত জোর করে অনুরোধ করতে থাকেন অভিনেত্রী। উল্লেখ্য, ওই অনুষ্ঠানে সোনাক্ষী একা ছিলেন না। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্বামী জ়াহির ইকবাল। অভিনেত্রীর আচরণ দেখে তার পর ছবিশিকারিরা প্রত্যেকেই তাঁর থেকে দূরে সরে যান।

গত বছর জুন মাসে জ়াহিরের সঙ্গে বিয়ে সেরে তাঁদের সম্পর্কে সিলমোহর দেন সোনাক্ষী। তার আগে তাঁরা প্রায় সাত বছর সম্পর্কে ছিলেন। গত বছর ‘কাকুড়া’ ছবিতে সোনাক্ষীকে দর্শক দেখেছেন। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই মুহূর্তে নতুন সংসারে মন দিয়েছেন অভিনেত্রী। তবে পাশাপাশি নতুন চিত্রনাট্যও পড়ছেন তিনি। খুব দ্রুত নতুন কাজের ঘোষণা করতে পারেন অভিনেত্রী।

Sonakshi Sinha Bollywood Actress Bollywood News Paparazzi Zaheer Iqbal

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}