জনপ্রিয়তায় ভাটা পড়েছে সোনাক্ষী সিনহার? প্রচারের আলোয় আসতে চাইছেন তিনি?
তেমনটাই ইঙ্গিত করছে সোনাক্ষীর নতুন পোস্ট। ইনস্টাগ্রামে অনুরাগীদের কাছে তাঁকে নিয়ে ‘মিম’ বানানোর অনুরোধ করেন অভিনেত্রী।
মঙ্গলবার নিজের একটি ছবি পোস্ট করে সোনাক্ষী লেখেন, ‘তোমরা তো জানো আমি মিম পছন্দ করি। তাই না? তা হলে মিমের খেলা শুরু করা হোক। আমাকে ট্যাগ করতে ভুলে যেও না। আমার পছন্দের মিমগুলো আমি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করব। সৃজনশীল হও, মজা করো। আমি আর অপেক্ষা করতে পারছি না।’
সোনাক্ষীকে শেষ দেখা গিয়েছিল ‘দবং ৩’তে। সলমনের সঙ্গে এই ছবিটি বক্স অফিসে সফল হলেও, তার আগের একাধিক ছবি মুখ থুবড়ে পড়ে। স্বভাবতই দীর্ঘকাল শিরোনামে নেই শত্রুঘ্ন-কন্যা। সেই জন্য কি এই পদক্ষেপ?
আরও পড়ুন:
সঞ্জয় লীলা ভন্সালীর ‘হীরা মণ্ডি’ ওয়েব সিরিজে অবশ্য অভিনয় করবেন সোনাক্ষী। এ ছাড়াও ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ছবিতে দেখা যাবে তাঁকে।