Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Vishal Dadlani

অনু মালিককে নিয়ে চুপ, রিয়ার সময় সরব! বিশালকে তোপ সোনা মহাপাত্রর

২০১৮ সালে ইন্ডিয়ান আইডল-১০ চলার সময় গায়িকা সোনা মহাপাত্র অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন।

বিশাল দাদলানি, সোনা মহাপাত্র ও অনু মালিক।

বিশাল দাদলানি, সোনা মহাপাত্র ও অনু মালিক।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ১৫:৪৩
Share: Save:

‘রিয়া চক্রবর্তীর জন্য ভেবে কষ্ট পাচ্ছেন, এ দিকে সহকর্মী অনু মালিকের বিরুদ্ধে একটা কথাও উচ্চারণ করেননি আপনি।’ বিশাল দাদলানিকে তোপ গায়িকা সোনা মহাপাত্রের।

রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী ২ ডিসেম্বর জামিন পান। প্রায় ৩ মাস ধরে জেলে কাটানোর পর তিনি বাড়ি ফিরেছেন। রিয়া ও শৌভিকের সঙ্গে অন্যায় হয়েছে বলে মনে করেন বহু বলি তারকা। যাঁদের মধ্যে বিশাল দাদলানিও রয়েছেন। এর আগেও রাজনৈতিক বিষয় নিয়ে সরব হয়েছেন বলিউডের গায়ক ও সুরকার।

গত বৃহস্পতিবার তিনি টুইট করেন, ‘এই ঘটনায় অর্ণব গোস্বামীর কুৎসিত ভূমিকার কথা ভুলে গেলে চলবে না। এ ছাড়া আরও কিছু মিডিয়া যা করেছে সেগুলো সব মনে রাখতে হবে। এই শকুনরা এক ভাই-বোনের জীবন নষ্ট করে দিল। তার উপরে এক জন তরুণ তারকার মৃত্যুকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে।’

সোনা মহাপাত্র এই টুইটটা দেখে চুপ থাকতে পারেননি। মনে করিয়ে দিয়েছেন পুরনো কথা। তাঁর নিজস্ব আঘাতের কথা। সে দিনই টুইটটিকে শেয়ার করে তিনি লেখেন, ‘সুবিধাবাদী মানুষ বোধহয় উচিত-অনুচিতের কথা ভুলে যায়। রিয়ার জন্য আজ এত যন্ত্রণা হচ্ছে, আর যখন একাধিক মহিলা অনু মালিকের বিরুদ্ধে অভিযোগ করছিল, তখন তো আপনি আপনার ইন্ডিয়ান আই়ডলের সহকর্মীর সম্পর্কে একটা কথাও বলেননি। টাকাটাই আসল, তাই না? তখন তো কোনও ন্যায় বিচারের কথা ওঠেনি।’

আরও পড়ুন: ‘অপরাজিতা অপু’র সেটে জমিয়ে নাচ ‘নিখিল’-এর! কেন?

২০১৮ সালে ইন্ডিয়ান আইডল-১০ চলার সময় গায়িকা সোনা মহাপাত্র অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। শুধু তিনিই নন, নেহা ভাসিন, যশরাজের নাতনি শ্বেতা পন্ডিত ও একাধিক উঠতি গায়িকা অনু মালিকের সঙ্গে তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন ‘মি টু’ আন্দোলনে। অনু মালিক সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ‘মিথ্যে এবং অপ্রমাণিত’।

আরও পড়ুন: ‘টুম্পা’ গানের লিরিক মাইকেল মধুসূদন দত্ত লিখলে কেমন হত? শেয়ার করলেন সৃজিত

এই অভিযোগ ওঠার পর রিয়্যালিটি শো-এর সিজন-১০ থেকে সরে দাঁড়াতে হয় অনু মালিককে। কিন্তু পরের বছর ফের তাঁকে বিচারকের আসন দেওয়া হয়। সেই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে অভিযোগকারিনীরা সোচ্চার হন। তখন জাতীয় মহিলা কমিশনের চিঠি পেয়ে অভিযুক্ত অনু মালিককে শো থেকে সরানোর সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE