সোহম চক্রবর্তী এবং প্রিয়ঙ্কা সরকার। টলি পাড়ার এই দুই সতীর্থর নাকি এ বার ‘প্রতিঘাত’-এর সম্পর্ক হতে চলেছে। আর এর পিছনে নাকি যাবতীয় কলকাঠি নেড়েছেন পরিচালক রাজীব বিশ্বাস!
হ্যাঁ, খবরটা সত্যি। কারণ রাজীব তাঁর আসন্ন ছবি ‘প্রতিঘাত’-এ কাস্ট করেছেন সোহম-প্রিয়ঙ্কাকে। সদ্য শুরু হয়েছে এই ছবির শুটিং।
‘প্রতিঘাত’ মূলত প্রেমের গল্প। তার সঙ্গে রয়েছে প্রতিশোধ নেওয়ার গল্প। যার সঙ্গে জড়িয়ে পড়বে স্থানীয় রাজনীতি।
‘আমার আপনজন’-এর পর দ্বিতীয়বার সোহমের সঙ্গে কাজ করছেন প্রিয়ঙ্কা। তাঁর কথায়, ‘‘আমার খুব ভাল লাগছে। সোহমের সঙ্গে আবারও কাজ করতে চেয়েছিলাম। ফাইনালি সেটা হল। শুটিং সবে শুরু হয়েছে। মজা করেই কাজ চলছে।’’
আরও পড়ুন, কোন সম্পর্ক ‘শেষ থেকে শুরু’ করতে চান ঋতাভরী?
গত ৩ জুন থেকে কলকাতায় শুরু হয়েছে এই ছবির শুটিং। চলতি মাসের শেষে আউটডোর শুটিংয়ে উত্তরবঙ্গে যাবে গোটা টিম।
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।