ভারতীয় মুদ্রার গ্রহণযোগ্যতা বাড়ছে দেখে আপ্লুত হয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন মিকা। ছবি—ইনস্টাগ্রাম
অন্য দেশেও ব্যবহার করা যাচ্ছে ভারতীয় মুদ্রা! কাতারে কেনাকাটা করার পর উচ্ছ্বসিত গায়ক মিকা সিংহ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্যালুট ঠুকলেন। গায়কের দাবি, দোহার বিমানবন্দরে এক বিলাসদ্রব্যের দোকানে ভারতীয় মুদ্রা ব্যবহার করেছেন তিনি।
ভারতীয় মুদ্রার গ্রহণযোগ্যতা বাড়ছে দেখে আপ্লুত হয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন মিকা। মোদীকে কুর্নিশ জানিয়ে লেখেন, “অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের টাকা এখন ডলারের মতো ব্যবহার করা যাচ্ছে!”
সেই টুইট নিমেষে ভাইরাল হয়। ১ লক্ষ ৬০ হাজার মানুষ দেখে ফেলেন কয়েক মিনিটে। ভালবাসার প্রতিক্রিয়া জানান হাজার হাজার টুইট ব্যবহারকারী। মিকাকে প্রশংসায় ভরিয়ে দিলেন সকলে।
Good morning.
— King Mika Singh (@MikaSingh) April 12, 2023
I felt so proud to be able to use Indian rupees whilst shopping at #Dohaairport in the @LouisVuitton store. You can even use rupees in any restaurant.. Isn’t that wonderful? A massive salute to @narendramodi saab for enabling us to use our money like dollars. pic.twitter.com/huhKR2TjU6
মিকা তাঁর পোস্টে নিজের অবস্থান উল্লেখ করে বিশদে লেখেন, “গর্ব হচ্ছে খুব। এ বার থেকে যে কোনও রেস্তরাঁতেও ভারতীয় মুদ্রা ব্যবহার করা যাবে। কী দারুণ ব্যাপার না?”
সেই পোস্টে অনেকেই মন্তব্য করেন, “দেশের অর্থনীতি মজবুত হচ্ছে। মুদ্রার জোর বাড়ছে।” আবার কেউ লিখলেন, “নতুন ভারতের শক্তি।”
নতুন নিয়মটি কার্যকরী হয়েছিল ২০১৯ সালের ১ জুলাই। শুধু কাতার নয়, দুবাইয়েও কিছু কিছু ক্ষেত্রে ভারতীয় মুদ্রায় আর্থিক লেনদেন সম্ভব। বিমানবন্দরের সব ক’টি টার্মিনালে ভারতীয় মুদ্রা গ্রহণ করা হয়। যদিও আরব আমিরশাহিতে ‘টাকা’ বদলে স্থানীয় মুদ্রা ‘দিরহাম’ দেওয়া হয়।
২০২২ সালে প্রকাশিত একটি তালিকায় বর্ণনা করা ছিল আরও কোন কোন দেশে ভারতীয় মুদ্রা চলে। সেই তালিকায় ছিল, ভুটান, নেপাল, বাংলাদেশ, মলদ্বীপ এবং জিমবাবওয়ে।
সম্প্রতি অনলাইন লেনদেন বা ইউপিআই-এর ক্ষেত্রেও ভৌগোলিক সীমার বেড়া ভেঙেছে। অনলাইনে তাইল্যান্ড এবং সিঙ্গাপুরের মুদ্রা গ্রহণ করা হয় ভারতেও। গত মাসে সরকারের ঘোষণা ছিল, ইউপিআইকে পুরো মাত্রায় আন্তর্জাতিক লেনদেনের জন্য সুবিধাজনক করে তোলা হবে। ৩০ এপ্রিল থেকে আরও ১০টি দেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ মসৃণ হবে ভারতের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy