সিরিজ় থেকে বাদ গিয়েছে গান, ক্ষোভপ্রকাশ গায়িকার। —ফাইল চিত্র।
‘ইন্দুবালা ভাতের হোটেল’, শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত সিরিজ় মুক্তি পেয়েছে মার্চেই। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই সিরিজ় প্রশংসাও কুড়িয়েছে বিপুল। কিন্তু মুক্তির পর থেকেই একের পর এক বিতর্ক। প্রথমে অভিযোগ এনেছিলেন সিরিজ়ের সঙ্গীত পরিচালক অমিত চট্টোপাধ্যায়। তিনি নাকি বার বার হুমকি পাচ্ছিলেন। এ বার অন্য এক অভিযোগ আনলেন সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তী।
গায়িকার অভিযোগ, তাঁকে না জানিয়েই তাঁর গাওয়া গান বাদ দিয়ে দেওয়া হয়েছে সিরিজ় থেকে। আর এই ঘটনায় খুবই আঘাত পেয়েছেন জয়তী। তিনি ফেসবুকে লেখেন, ‘‘ইন্দুবালা ভাতের হোটেলে আমার একটি গান আছে বলে জানতাম। অনেক আশা নিয়ে দেখতে বসে দেখলাম গানটি আমার কণ্ঠে নেই।’’
এই ঘটনায় খুবই আঘাত পেয়েছেন জয়তী। অনেককেই এই গানটি শোনার কথা বলেছিলেন তিনি। পরে সত্যি জানার পর আরও বেশি করে খারাপ লাগছে তাঁর। তাই তিনি লেখেন, ‘‘কোনও শিল্পীর আশাভঙ্গ হওয়ার দায় কখনও কেউ নেননি আর নেবেনও না এ কথাও সত্যি। তবুও যাঁদের বলেছি যে, শুনবেন, দেখবেন আমার গান আছে। গানটি বড় ভাল। এই মিথ্যাচার থেকে রেহাই পাওয়ার প্রচেষ্টা করলাম মাত্র।’’
জয়তী এই পোস্টে মন্তব্য করেছেন লোপামুদ্রা মিত্রও। তিনি লেখেন, ‘‘মন খারাপ করিস না। এমন আরও অনেক কিছু ঘটবে। এই জগৎ আর আমাদের নেই। নিজের আনন্দে গেয়ে যা।’’ সিরিজ়ের নির্মাতারা এখনও অবধি এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy