এক জন ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা শুভমন গিল। অন্য জন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের কন্যা সারা। ক্রিকেটের মাঠ থেকে বিনোদন জগতে জোর গুঞ্জন, প্রেম করছেন সারা-শুভমন। চলতি বছরের প্রেমদিবসে সমাজমাধ্যমের পাতায় ইঙ্গিতবাহী ছবি পোস্ট করেছিলেন ক্রিকেট তারকা। বিভিন্ন সময় এক জায়গায় দেখা গিয়েছে দু’জনকে। এ বার অম্বানীদের জিয়ো ওয়ার্ল্ড প্লাজা লঞ্চের অনুষ্ঠানে দেখা গেল সারা-শুভমনকে। সেখানে ছবিশিকারিদের দেখামাত্র এমন কাণ্ড করলেন শুভমন, খানিক তাজ্জব বনে যান সারা!
আরও পড়ুন:
মঙ্গলবার অম্বানীদের জিয়ো ওয়ার্ল্ড প্লাজ়ার উদ্বোধনী অনুষ্ঠান যেন চাঁদের হাট। বিনোদন জগতের তাবড় সব তারকা এসেছিলেন অম্বানীদের আমন্ত্রণে। এ দিন অনুষ্ঠান শেষে শুভমনের সঙ্গে অনুষ্ঠান কক্ষ থেকে বেরোচ্ছিলেন সারা। সচিন-কন্যার পরনে ছিল লাল বডিকন ড্রেস, কালো স্যুটে দেখা যায় শুভমনকে। কথা বলতে বলতেই বেরোচ্ছিলেন দু’জনে। কিন্তু ক্যামেরা দেখামাত্রই আড়াল খুঁজতে শুরু করেন শুভমন। পুরো মুখ ঘুরিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করেন তিনি। পাশে শুভমনকে না দেখে খানিকটা তাজ্জব বনে যান সচিন-কন্যাও।
যতই ক্যামেরা দেখে লুকোন না কেন শুভমন, ধীরে ধীরে যেন ধরা পড়ে যাচ্ছেন তাঁরা। বলা যেতে পারে তাঁদের প্রেমের গুঞ্জনের খবর দিন দিন যেন পোক্ত হচ্ছে।