Advertisement
১৮ ডিসেম্বর ২০২৪
Shraddha Kapoor

‘কার্তিক বললেন, আপনি প্রেম করছেন’, প্রশ্ন শুনেই কেন রেগে আগুন শ্রদ্ধা কপূর?

অভিনেত্রীর প্রেমের অবস্থান নিয়ে তাঁর অনুরাগীদের মনে নানা প্রশ্ন। কিন্তু এক আলোচনা সভায় এই প্রশ্ন শুনেই চটে গেলেন শ্রদ্ধা।

Shraddha Kapoor lost her cool as a journalist asked her if she is dating someone

কার্তিক আরিয়ান ফাঁস করলেন শ্রদ্ধার প্রেমকাহিনি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ২০:০৫
Share: Save:

শ্রদ্ধা কপূর কি প্রেম করছেন? বহু দিন ধরেই এই জল্পনা চলছে বি-টাউনে। কিছু দিন আগেই গুঞ্জন শোনা গিয়েছিল, রাহুল মোদীর সঙ্গে সম্পর্কে দাঁড়ি টেনেছেন অভিনেত্রী। তবে দিন কয়েক আগেই শ্রদ্ধার সমাজমাধ্যমের একটি পোস্টে ফের রাহুল মোদীর প্রসঙ্গ উঠে আসে। তাই অভিনেত্রীর প্রেমের অবস্থান নিয়ে তাঁর অনুরাগীদের মনে নানা প্রশ্ন। কিন্তু এক আলোচনা সভায় এই প্রশ্ন শুনেই চটে গেলেন শ্রদ্ধা।

সাধারণত হাসিখুশি অবতারেই শ্রদ্ধার দেখা মেলে। বলিউডের মিষ্টি নায়িকা হিসাবেই পরিচিত। কিন্তু প্রয়োজনে তিনি প্রতিবাদ করতেও পিছপা হন না, দেখিয়ে দিলেন শ্রদ্ধা। অনুষ্ঠানের সঞ্চালক প্রশ্ন রাখেন, “আমরা কার্তিক আরিয়ানকে জিজ্ঞেস করেছিলাম, বলিউডের কোন অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে চান? তখন তিনি চার অভিনেত্রীর নাম উল্লেখ করেন। তাঁদের মধ্যে আপনার নামও রয়েছে। কিন্তু কার্তিক এ-ও বলেন, চার জনই নাকি সম্পর্কে রয়েছেন। তিনি কিন্তু সবটা বলেই দিয়েছেন। কথাটা কি সত্যি?”

শ্রদ্ধার মুখে স্পষ্ট ধরা পড়ে অস্বস্তি। খোঁচা দিয়ে অভিনেত্রী পাল্টা প্রশ্ন রাখেন, এই আলোচনা সভার জন্য সঠিক প্রশ্ন এটি? ফের সেই সঞ্চালক একই প্রশ্ন করেন। শ্রদ্ধা তখন বলেন, “ওর (কার্তিক) যা বলার বলেছে। আমাকে জিজ্ঞেস করার মতো কোনও প্রশ্ন আপনার কাছে রয়েছে?” ফের সেই সঞ্চালক সরাসরি প্রশ্ন রাখেন, “আপনি কি কারও সঙ্গে সম্পর্কে রয়েছেন?” শ্রদ্ধার পাল্টা জবাব, “আপনি নিশ্চিত, এই প্রশ্ন এই আলোচনা সভার জন্য ঠিক?”

‘স্ত্রী ২’ ছবির প্রচারের সময় খবর ছড়ায়, রাহুলের সঙ্গে সম্পর্ক ভেঙেছে শ্রদ্ধার। কিন্তু কিছু দিন আগেই শ্রদ্ধা তাঁর ইনস্টাগ্রামে মুম্বইয়ের বিখ্যাত খাবার বড়া পাওয়ের ছবি পোস্ট করেন। তাতেই চর্চিত প্রেমিক রাহুল মোদীকে নিয়ে রসিকতা করেন অভিনেত্রী। বলা ভাল, খানিক আবদারের সুরেই নায়িকা লেখেন, “বড়া পাও-এর জন্য আমি তোমাকে যে কোনও সময় ধমক দিতে পারি।” ছবিতে দেখা যাচ্ছে, বেশ রাতে গাড়ি চড়ে কোথাও যাচ্ছেন শ্রদ্ধা, হাতে ধরা বড়া পাও। এই পোস্টের সঙ্গে নেপথ্যে আশা ভোঁসলের গাওয়া গান ‘তু তু হ্যায় ওয়াহি’ জুড়ে দেন অভিনেত্রী।

অন্য বিষয়গুলি:

Shraddha Kapoor Kartik Aaryan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy