Advertisement
১০ জানুয়ারি ২০২৫
Shraddha Kapoor

ছবির প্রচারে প্রতিবাদে শামিল? মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণে হাজির শ্রদ্ধা, জুটল সুবিধাবাদী তকমা

অনুষ্ঠানে যোগ দিয়ে রোষানলে পড়লেন শ্রদ্ধা কপূর। অভিনেত্রীকে দেখেই ২০১৯-এর একটি ঘটনা স্মরণ করিয়ে দিলেন নেটাগরিকের একাংশ।

Malayalam actor Siddique arrested for misbehaving with an actress in 2016 d

কটাক্ষের মুখে শ্রদ্ধা কপূর। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৭:১২
Share: Save:

মহারাষ্ট্রের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিল বলিপাড়াও। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে রোষানলে পড়লেন শ্রদ্ধা কপূর। শ্রদ্ধাকে দেখেই নেটাগরিকের একাংশ ২০১৯-এর একটি ঘটনা স্মরণ করিয়ে দিলেন।

২০১৯ সালেও বিজেপি শাসিত মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী ছিলেন দেবেন্দ্র ফডণবীস । সেই সময় মুম্বইয়ে একটি প্রকল্পের জন্য তিন হাজার গাছ কাটতে উদ্যোগী হয়েছিল প্রশাসন। এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিলেন শ্রদ্ধা। শয়ে শয়ে মানুষের সঙ্গে হাতে প্ল্যাকার্ড নিয়ে পথে নেমেছিলেন শ্রদ্ধা। অভিনেত্রীর টিশার্টেও ছিল প্রতিবাদের বার্তা। এর পরে ২০২০-তে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন উদ্ধব ঠাকরে। উদ্ধব সেই নির্দিষ্ট প্রকল্পের কাজ বন্ধ রাখেন। এই সিদ্ধান্তে উদ্ধব ঠাকরের ভূয়সী প্রশংসা করেছিলেন শ্রদ্ধা।

পুরনো এই ঘটনার কথা ফের উঠে আসছে নেটপাড়ায়। বৃহস্পতিবার দক্ষিণ মুম্বইয়ের আজ়াদ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে শ্রদ্ধার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে উল্লিখিত ঘটনার প্রেক্ষিতেই। নিন্দকদের দাবি, ২০১৯-এ নিজের ছবি ‘সাহো’র প্রচারের জন্যই গাছ কাটার প্রতিবাদে শামিল হয়েছিলেন শ্রদ্ধা। সেই প্রতিবাদের ঘটনার ছবিও ফের সমাজমাধ্যমে ঘুরেফিরে এসেছে।

এক নেটাগরিক মন্তব্য করেছেন, “কাল যাঁর প্রকল্পের বিরুদ্ধে এই দিদি সরব হয়েছিলেন, আজ তাঁরই উদ্‌যাপনে শামিল হচ্ছেন।” আর এক জনের মন্তব্য, “কেমন নির্লজ্জের মতো তিনি শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত হলেন। একেই বলে সুবিধাবাদী।”

এ দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহ্নবী কপূর, শিখর পাহারিয়া, সলমন খান, শাহরুখ খান, রণবীর সিংহ, রণবীর কপূর, মাধুরী দীক্ষিত নেনে, বরুণ ধওয়ান, অর্জুন কপূর ও মণীশ পাল।

অন্য বিষয়গুলি:

Shraddha Kapoor Devendra Fadnavis Maharshtra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy