‘পুরাতন’-এর হাত ধরে ১৪ বছর পরে বাংলা ছবিতে ঘর ওয়াপসি শর্মিলা ঠাকুরের। এর পর কোনও বাংলা ছবি করবেন কি না, তা নিয়ে কৌতূহলী টলিপাড়া থেকে অনুরাগীরা। কী সিদ্ধান্ত নিলেন বর্ষীয়ান অভিনেত্রী? জানল আনন্দবাজার ডট কম।
“এই ছবিই হয়তো আমার শেষ বাংলা ছবি, কে জানে!” ফোনে দিল্লি থেকে ঋতুপর্ণা আর ইন্দ্রনীলকে বলেছেন শর্মিলা ঠাকুর। ইতিমধ্যেই বাংলা ছবির দর্শক জেনে গিয়েছেন ‘পুরাতন’ ছবির কথা। শর্মিলা ঠাকুর অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১১ এপ্রিল। এই ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়েই সহ-অভিনেতাদের শর্মিলা ঠাকুর এ কথা জানিয়েছেন। কেন এমন কথা বললেন তিনি? অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত মনে করেন শর্মিলা ভাল চিত্রনাট্যের অপেক্ষায় থাকেন। ‘পুরাতন’-এর পরেও বেশ কিছু বাংলা চিত্রনাট্য তাঁর হাতে আসে। কিন্তু তিনি তা করতে রাজি হননি। আনন্দবাজার ডট কমকে ইন্দ্রনীল বললেন, “ঋতু এটা বাইরে বলছে না। কিন্তু আমি বলে দিচ্ছি, শর্মিলাজি বলেছেন ঋতুপর্ণার প্রযোজনা সংস্থায়, ঋতুপর্ণার সঙ্গেই তিনি নতুন বাংলা ছবি করতে চান।”
সম্প্রতি আশি বছরের জন্মদিন পার করলেন শর্মিলা। এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন, ক্যানসারের সঙ্গে লড়াই করার পরেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে যথেষ্ট সাবধানে থাকতে হয়েছে তাঁকে। ‘পুরাতন’ ছবির অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি আনন্দবাজার ডট কমকে বলেছেন, “ঋতু খুব পেশাদার মানুষ। আমি কেন, সেটে সকলেই ওর প্রশংসা করছিল। ও সবটা দেখেশুনে রেখেছিল বলে নিয়মানুবর্তিতা ছিল সেটে। তবে প্রযোজকের বাইরেও ও সহ-অভিনেত্রী হিসাবে দুর্দান্ত। আমি ওকে পছন্দ করি। ওর সঙ্গে কাজ করতে পেরেও ভাল লেগেছে।” ঋতুপর্ণা কি আবার শর্মিলার সঙ্গে কাজ করার কথা ভাবছেন? প্রশ্নের উত্তরে তিনি বললেন, “আমি সম্মানিত বোধ করছি, শর্মিলাজি এমন বলেছেন। ওঁর সঙ্গে আমিও আবার কাজ করতে চাই। কিন্তু ‘পুরাতন’-এর পর এমন চিত্রনাট্য ওঁকে দিতে হবে যা ‘পুরাতন’কেও ছাপিয়ে যাবে। আরও অন্য রকম চরিত্র। আমি আর শর্মিষ্ঠা সেই অপেক্ষায় রয়েছি।” উল্লেখ্য, বলিউডে শর্মিলা আর কোনও ছবি করবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।