অভিনেতা শরমন জোশীর বাবা অরবিন্দ জোশী।
প্রয়াত হলেন বর্ষীয়ান গুজরাতি অভিনেতা অরবিন্দ জোশী। শুক্রবার সকালে, মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
নিজে প্রখ্যাত অভিনেতা হওয়ার পাশাপাশি আরও একটি পরিচয় রয়েছে অরবিন্দের। অভিনেতা শরমন জোশী এবং মানসি জোশীর বাবা তিনি। এখনও পর্যন্ত প্রয়াত অভিনেতার পরিবার তাঁর মৃত্যু নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে অরবিন্দের শ্যালিকা অভিনেত্রী সারিতা জোশী এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “শুক্রবার সকালে অরবিন্দজি মারা গিয়েছেন। বার্ধক্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৮৪। ঘুমের মধ্যে খুব শান্তিপূর্ণ ভাবে চলে গিয়েছেন তিনি।”
অরবিন্দের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেতা পরেশ রাওয়াল। তিনি টুইট করে লিখেছেন, ‘‘ভারতীয় থিয়েটারের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। বিখ্যাত অভিনেতা অরবিন্দ জোশীকে দুঃখ সহকারে বিদায় জানাচ্ছি। এক জন কিংবদন্তি, বর্ষীয়ান অভিনেতা, সফল নাট্যকর্মী, তাঁর কথা বললে এই শব্দগুলোই আমার মাথায় আসে। শরমন জোশী এবং ওঁর পরিবারকে আমার সমবেদনা জানাই। ওম শান্তি।’’
Irreparable loss to Indian theatre; with grief we say goodbye to the noted actor Shri Arvind Joshi. A stalwart, a versatile actor, an accomplished thespian, are the words that come to mind when I think of his performances. My condolences to @TheShermanJoshi & family.AUM SHANTI
— Paresh Rawal (@SirPareshRawal) January 29, 2021
গুজরাতি নাটকের পরিচিত মুখ ছিলেন অরবিন্দ। বলিউডে ‘অপমান কি আগ’, ‘শোলে’, ‘ইত্তেফাক’-এর মতো বিখ্যাত ছবিতেও অভিনয় করেছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy