Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Shakib Khan

সলমন খানের নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন বাংলাদেশের ‘কিং খান’ শাকিব, চিনে নিন অভিনেত্রীকে

বাংলা সিনেমার গণ্ডি ছাড়িয়ে, এ বার হিন্দি সিনেমায় শাকিব খান। অভিনেতার বিপরীতে দেখা যাবে সলমন খানের সহ-অভিনেত্রীকে।

Shakib khan will be seen opposite Zareen Khan in his bollywood debut

শাকিব খান। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৩ ১৬:০৮
Share: Save:

ঢালিউড সিনেমার পয়লা নম্বর তারকা। লোকে বলেন, বাংলাদেশের ‘কিং খান’। প্রায় ২৪ বছরের কেরিয়ার তাঁর। মূলত বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ বার তাঁর কেরিয়ারের আরও এক ধাপ উত্তরণ ঘটতে চলেছে। বাংলা সিনেমার গণ্ডি ছাড়িয়ে শাকিবকে এ বার দেখা যাবে হিন্দি সিনেমায়। অভিনেতার বিপরীতে থাকবেন সলমন খানের সহ-অভিনেত্রী। যদিও শাকিবের নায়িকা হওয়ার দৌড়ে ছিলেন বলিউডের চার নায়িকা। উঠে এসেছে প্রাচী দেশাই, নেহা শর্মা, জ়ারিন খান ও শেহনাজ় গিলের নাম। তবে শেষমেশ চূড়ান্ত হলেন কোন নায়িকা?

Zareen Khan

জ়ারিন খান। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাস থেকে ভারতের বারাণসীতে হবে ছবিটির শুটিং। টানা ৩৫ দিনের শিডিউল। বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি এই ছবি। বাংলা ছাড়া হিন্দি, তামিল, তেলুগু ভাষায় মুক্তি পাবে শাকিবের পরবর্তী ছবি। শোনা যাচ্ছে, ছবির নাম হতে চলেছে ‘দর্দ’। কিন্তু কার বিপরীতে দেখা যাবে অভিনেতাকে? খবর, অভিনেত্রী জ়ারিন খানেকে দেখা যাবে শাকিবের সঙ্গে। ইতিমধ্যেই কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছে তাঁক সঙ্গে। ২০১০ সালে সলমনের সঙ্গে ‘বীর’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন জ়ারিন। তার পর একে একে বেশ কিছু ছবি করেছেন তিনি। জ়ারিনের শেষ সফল ছবি ‘হেট স্টোরি ৩’। তবে জ়ারিনকে নিয়ে ছবির নির্মাতা অনন্য মামুন এখনই কিছু বলতে নারাজ।

চলতি বছর ইদে মুক্তি পয়েছে শাকিবের ‘প্রিয়তমা’ ছবিটি। দর্শকমহলে সাড়া ফেলেছে এই ছবি। শাকিবের নায়িকা ভূমিকায় ছিলেন কলকাতার টেলি অভিনেত্রী ইধিকা পাল। তবে টলিউডের গণ্ডি পেরিয়ে শাকিব এ বার বলিউডে। অভিনেতার লক্ষ্য যে আরও বড়, তা বোঝাই যাচ্ছে।

অন্য বিষয়গুলি:

Shakib Khan Zareen Khan Bollywood Debut
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy