Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Shakib Khan

অপু-বুবলী এখন অতীত, তৃতীয় বার বিয়ে করছেন শাকিব খান! পাত্রী কে?

শাকিব খানের সঙ্গে অপু-বুবলীর সম্পর্কের সমীকরণ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এ বার পুরনো অধ্যায় ভুলে তৃতীয় বার বিয়ে করতে চলেছেন ‘ঢালিউড কিং’?

অপু-বুবলীর অধ্যায় শেষ, শাকিবের নতুন শুরু।

অপু-বুবলীর অধ্যায় শেষ, শাকিবের নতুন শুরু। গ্রাফিক : সনৎ সিংহ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১৬:০৯
Share: Save:

এক দিকে অপু বিশ্বাস, অন্য দিকে বুবলী। দু’জনেই শাকিব খানের প্রাক্তন স্ত্রী। যদিও এই দুই নায়িকার দাবি অবশ্য অন্য। সম্পর্ক নিয়ে টালমাটাল অবস্থা এই তিন জনের। তবু সম্পর্কেই রয়েছেন বলে দাবি নায়কের দুই স্ত্রীর। বার বার সংবাদমাধ্যমের কাছে এ ধরনের দাবিতে বেজায় চটেছে শাকিবের পরিবার। পরিবারের লোকজন চাইছেন, এ বার সত্যি সত্যি সংসারী হোন শাকিব। সে কারণেই নাকি অভিনেতার বাড়িতে বিয়ের তোড়জোড়। পাত্রী খোঁজা হচ্ছে। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র এক প্রতিবেদনে এমন দাবিই প্রকাশ্যে এসেছে। বিয়ের জন্য সম্মতি দিয়েছেন নাকি খোদ শাকিবই!

শাকিবের পরিবারের এক নাম প্রকাশে অনিচ্ছুক সদস্য জানিয়েছেন, যখনই ছবি মুক্তির সময় আসে, তখনই আলোচনায় থাকতে বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব প্রসঙ্গে কথা বলতে শুরু করেন অপু ও বুবলী। এতে শাকিব যেমন বিব্রত হন, তেমনই তাঁর পরিবারও অস্বস্তিতে পড়ে। যদিও সন্তানদের কথা ভেবে বরাবরই নীরব থাকেন শাকিব। আর এ কারণেই শাকিবের পরিবার তাঁর বিয়ের ব্যাপারে উদ্যোগ নিচ্ছে। ওই সদস্য বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-কে আরও জানান, শাকিবের বাড়িতে নাকি যাতায়াতে নিষেধ করা হয়েছে অপু ও বুবলীকে। এ ছাড়া, তাঁরা দু’জন যদি কোনও সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে কোনও মিথ্যাচার করেন, তবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনাও রয়েছে শাকিবের পরিবারের।

গত দু’বার নিজের পছন্দে বিয়ে করে সুখী হতে পারেননি শাকিব। তাই এ বার নাকি পরিবারের পছন্দেই সম্মতি দিয়েছেন তিনি! শোনা যাচ্ছে, এ বার আর অভিনেত্রী নন, এক চিকিৎসক পাত্রীকেই পছন্দ হয়েছে অভিনেতার। আমেরিকা থেকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বাংলাদেশে ফিরেছেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ দিকেই ফের ঘর বাঁধতে পারেন শাকিব।

অন্য বিষয়গুলি:

Shakib Khan Dhallywood Apu Biswas Shobnom Bubly Bangladeshi Actor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy