‘পাঠান’-এর গানে আপত্তি অভিজিতের। সংগৃহীত।
একেই ‘পাঠান’ বিতর্কে ক্ষতবিক্ষত শাহরুখ খান। ছবির প্রথম গান মুক্তি পাওয়ার পর থেকেই শুধুই কটু কথা, গালমন্দ। দেশের একাংশে ছবি বয়কটের ডাক, শাহরুখের পরলৌকিক ক্রিয়া, পোস্টার পোড়ানো কিছুই বাকি নেই। ইতিমধ্যেই দেশের সেন্সর বোর্ডের তরফ থেকে ‘বেশরম রং’ গানের দৃশ্যে বেশ কিছু রদবদল করতে বলা হয়েছে। এ বার ‘পাঠান’-এর দ্বিতীয় গান ‘ঝুমে জো পাঠান’ বদলে ফেলার দাবি তুললেন সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। এমনিতেই বির্তকিত মন্তব্যের জন্য মাঝেমধ্যে সংবাদের শিরোনামে উঠে আসেন তিনি। অরিজিৎ সিংহের গাওয়া ‘পাঠান’-এর দ্বিতীয় গানকে ‘লুঙ্গি ডান্স’-এর সঙ্গে তুলনা করলেন অভিজিৎ!
নব্বইয়ের দশকে শাহরুখের কণ্ঠে তাঁর জীবনের অন্যতম হিট গানগুলি গেয়েছেন অভিজিৎ। তালিকাটা বেশ লম্বা। চটজলদি ভাবলে প্রথমে যে গানগুলির কথা মাথায় আসবে সেগুলি হল ‘চাঁদ তারে’, ‘ওহ লড়কি জো সবসে’, ‘বড়ি মুশকিল’-সহ আরও আরও বহু গান। এ বার শাহরুখের প্রতীক্ষিত ছবির দ্বিতীয় গান শোনামাত্র প্রযোজনা সংস্থা ‘যশ রাজ ফিল্মস’-এর শরনাপন্ন শিল্পী।
শাহরুখের খোলা চুল, ফাটা জিন্স, বড় শ্রাগ পরে ‘ঝুমে জো পাঠান’ গানের তালে পা মেলাচ্ছেন শাহরুখ, সঙ্গে রয়েছে দীপিকা। তা দেখেই চেন্নাই এক্সপ্রেসের বিখ্যাত ‘লুঙ্গি ডান্স’-এর সঙ্গে গুলিয়ে ফেললেন অভিজিৎ! সটান লিখেই বসলেন, ‘‘এ সব লুঙ্গি ডান্স চলবে না বরং মেলোডি চলবে। আসলে অনুরাগীদের কারসাজিতে গা ভাসিয়েছেন তিনি। শাহরুখের ‘বাদশাহ’ ছবির ‘লাখো হাসিনা’ গানের সঙ্গে জুড়ে দিয়েছেন ‘পাঠান’-এর দ্বিতীয় গানের ভিডিয়ো। অনুরোধ করেছেন ‘যশ রাজ’-এর কাছে, অরিজিতের গাওয়া গানের বদলে অভিজিতের গাওয়া ‘লাখো হাসিনা’-র ছন্দে নাচুক শাহরুখ-দীপিকা। অনুরাগীদের এমন প্রস্তাবে মানা নেই। বরং তাঁদের মধ্যে অনেকেউ নব্বইয়ের নস্ট্যালজিয়া উস্কে লিখলেন, ‘‘এ সব লুঙ্গি নাচ চলবে না। ফিরিয়ে আনা হোক সুরকে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy