Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Shah Rukh Khan

স্নানঘরে একা বসে দিনের পর দিন কেঁদেছেন শাহরুখ, কেন? নিজেই প্রকাশ্যে আনলেন অভিনেতা

শাহরুখের মনে হতে শুরু করে, এই বিশ্বের কেউ তাঁর সাফল্য দেখতে চান না বলেই এমন দুঃসময় দেখছেন। সেই মুহূর্তে নিজেকে স্নানঘরে আটকে রেখেছেন।

Shah Rukh khan shares once he used to cry a lot in bathroom due to this reason

জীবনের ওঠাপড়া নিয়ে মুখ খুললেন শাহরুখ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৯:২৫
Share: Save:

নিজের সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে দুঃসময়ের কথা মনে পড়ে গেল শাহরুখ খানের। ২০২৩ সাল দুর্দান্ত গিয়েছে শাহরুখের। পর পর তিনটি ছবি মুক্তি পেয়েছে। তিনটি ছবি সফল বক্স অফিসেও। যদিও তার আগে একেবারে গৃহবন্দি অবস্থায় কেটেছে টানা চার বছর। আসলে ‘জ়িরো’ ছবির পর থেকে পর পর ব্যর্থতা দেখেছেন শাহরুখ। যে ছবিতেই হাত দিয়েছেন সেটাই ব্যর্থ। সেই সময় নিজেকে দোষারোপ করতে থাকেন। শাহরুখের মনে হতে শুরু করে, এই বিশ্বের কেউ তাঁর সাফল্য দেখতে চান না বলেই এমন দুঃসময় দেখছেন তিনি। সেই সময় একাধিক বার নিজেকে স্নানঘরে আটকে রেখেছেন লম্বা সময় ধরে।

দুবাইয়ের ‘গ্লোবাল ফ্রেট সামিট’-এ উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানেই নিজের জীবনে ওঠাপড়া নিয়ে মুখ খুললেন তারকা। ‘‘আমি আছি, তখন এটা অনুভব করতেই ঘৃণা হত। সেই সময় এমনও হয়েছে, আমি একা স্নানঘরে গিয়ে কেঁদেছি। যদিও আমি সেটা কাউকে বুঝতে দিই না। কারণ, সেই সময়টায় আমি নিজের প্রতি করুণায় ডুবে থাকতাম। তবে যেটাই ঘটুক না কেন, এটা বিশ্বাস করতে হবে যে পৃথিবী আপনার বিরুদ্ধে নয়, এই বিশ্ব আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমনও নয়। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এটা কোনও ভাবে খারাপ করে ফেলেছেন। আর এটা ভেবেই আপনাকে এগিয়ে যেতে হবে। হতাশার মুহূর্তে, আমি নিজেকে নিজেই বলেছি, চুপ করো, এ বার উঠে দাঁড়াও, অনেক হয়েছে এ বার এগিয়ে যাও।’’ শাহরুখ নিজের ব্যক্তিগত জীবনেও ‘হার কার জিতনেওয়ালে কো বাজ়িগর কহতে হ্যায়’ মন্ত্রে বিশ্বাসী যেন।

অন্য বিষয়গুলি:

Shah Rukh Khan Bollywood Actor Dunki Jawan Pathaan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy