প্রশ্নের পর প্রশ্ন এসে গেল শাহরুখের টুইটারের মন্তব্যবাক্সে। কোনটার কী জবাব দিলেন ‘বাদশা’? ফাইল চিত্র
১৫ মিনিটে জীবন বদলে যায়! খ্যাতি অর্জন করতেও লাগে অতটুকুই সময়, এমনই দাবি করে ‘পাঠান’ নিয়ে বিতর্কের আবহে হঠাৎ খেলায় ডাকলেন শাহরুখ খান। জানালেন, হাতে রয়েছে ১৫ মিনিট। তার মধ্যে যা খুশি প্রশ্ন করা যাবে তাঁকে।
সম্প্রতি ‘বেশরম রং’ গানের ভিডিয়ো দেখে ‘পাঠান’ বয়কটের রব উঠেছে দেশ জুড়ে। রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ দর্শক— গেরুয়া বিকিনিতে দীপিকা পাড়ুকোনকে দেখে খেপে আগুন! সেই সঙ্গে দোষ গিয়ে পড়ছে শাহরুখের উপর। ধর্মের নিক্তিতে মাপা হচ্ছে নায়কের ‘আসল চরিত্র’। সে সবের মাঝে হঠাৎ যেন চ্যালেঞ্জ ছুড়লেন নায়ক নিজেই। যাঁর মনে যা আছে তাঁকেই যদি গিয়ে বলা হয় মন্দ কী! সময় তো রয়েইছে ১৫ মিনিট। অনেক দিন পর এ ভাবে আলাপচারিতায় এলেন অভিনেতা।
সুযোগের সদ্ব্যবহার করলেন অনুরাগীরাও। প্রশ্নের পর প্রশ্ন এসে গেল শাহরুখের টুইটারের মন্তব্যবাক্সে। কোনটার কী জবাব দিলেন ‘বাদশা’?
So it was for 1hr and 15min
— Happy World (@StayHappy555) December 17, 2022
Sir forgot to mention 1hr https://t.co/Mv2AJ4gKbU
প্রথম প্রশ্ন রেখেছিলেন কেউ, “কেন সব সময় ১৫ মিনিট সময় রাখেন?” শাহরুখের উত্তর, “১৫ মিনিট লাগে খ্যাতি অর্জন করতে...। ‘পাঠান’ও সেই অর্থে দেশপ্রেমের ছবি। অ্যাকশনের দিক দিয়ে।”
‘পাঠান’ প্রসঙ্গ নিজেই তুললেন বলা যায়। তাতেই এগিয়ে এল আরও কয়েকটি প্রশ্ন। এক অনুরাগী জিজ্ঞাসা করলেন, “‘স্বদেশ’ কিংবা ‘চক দে ইন্ডিয়া’র মতো ছবি কেন বানাচ্ছেন না?” ৫৭ বছর বয়সি শাহরুখের জবাব, “আর কত বার একই ধরনের ছবি করব? দু’বার তো করেইছি, তাই না?”
আর এক অনুরাগী ‘পাঠান’-এর ব্যবসা থমকে যাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন। নায়ককে জিজ্ঞাসা করলেন, “প্রথম দিন কেমন লাভ করতে পারবে বলে মনে হয় ‘পাঠান’?” এতেও শাহরুখের বুদ্ধিদীপ্ত জবাব, “আমি এ সব ব্যবসায়িক আন্দাজের মধ্যে নেই। ...আমার কাজ হল আপনাদের বিনোদন দেওয়া। আপনাদের মুখে হাসি ফোটানো।” এর পরই বিদায় নেন শাহরুখ। জানান, তাঁর দলের সদস্যরা ডাকছে। সেট প্রস্তুত, কাজে ফিরতে হবে। আবার পরে কথা হবে বলে খেলা শেষ করেন ‘বাদশা’। বলে যান, “খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে দেখা হবে ‘পাঠান’-এ।”
উত্তেজনা জারি রয়েছে। তার মধ্যে বছরও ঘুরতে চলেছে। ২০২৩ সালের জানুয়ারি মাসের ২৫ তারিখ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ মুক্তি পাবে। এ ছবিতে শাহরুখ, দীপিকা ছাড়াও খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy