Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Shah Rukh Khan

‘নায়কের বাবার চরিত্রে অভিনয় করবেন শাহরুখ,’ টুইটার ব্যবহারকারীকে জবরদস্ত জবাব এসআরকের

৫৭ ছুঁয়েছেন শাহরুখ, এখনও নায়কের চরিত্রে তিনি। কোনও দিন কি নায়ক-নায়িকার বাবার চরিত্রে দেখা যাবে তাঁকে?

shah rukh khan picture from pathaan movie

নায়কের বদলে নায়কের বাবার চরিত্রে শাহরুখকে কবে দেখা যাবে? উত্তর দিলেন এসআরকে। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫১
Share: Save:

‘পাঠান’ মুক্তির আগে থেকেই অনুরাগীদের সঙ্গে শাহরুখের যোগাযোগের একটাই মাধ্যম, টুইটার। শনিবার ফের টুইটারে ‘আস্ক এসআরকে’ সেশনে ধরা দিলেন শাহরুখ। হালকা মেজাজে, খোলামেলা আড্ডায় মাতলেন অনুরাগীদের সঙ্গে। অনুরাগীদের প্রশ্ন উত্তর দিলেন। সেখানেই এক জন টুইটার ব্যবহারকারীর উপদেশ বয়স অনুযায়ী চরিত্রে অভিনয়ের করার। পাল্টা জবাব দেন শাহরুখও। বলেন, ‘‘তিনি হিরো ছিলেন, আছেন, থাকবেন।’’

অনুরাগীরা যেমন রয়েছেন, তেমনই ট্রোল করার লোকের সংখ্যাও কম নয় শাহরুখের সমাজমাধ্যমে। বছর সাতান্নর ‘তরুণ’ এই অভিনেতাকে এক জনের প্রশ্ন, "আপনি কি এ ভাবেই হিরোর চরিত্রেই অভিনয় করবেন, না কি কোনও দিন নায়ক-নায়িকার বাবার চরিত্র করার পরিকল্পনাও রয়েছে?" তাতে শাহরুখ যা জবাব দিয়েছেন, তা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

এমনিতেই রসিক মানুষ শাহরুখ। কোন কথায় কাকে কী উত্তর দেবেন, তা ভালই জানা তাঁর। বাদশাহ লেখেন, ‘‘তুই বাপ হ’… আমি হিরোর চরিত্রেই ঠিক আছি।’’

শনিবারের ‘আস্ক এসআরক’-এ সেশনে, শাহরুখের কাছে জানতে চাওয়া হয় ‘পাঠান’-এর মোট আয়ের পরিসংখ্যান। তাঁকেও ফেরাননি শাহরুখ। উত্তর দিয়ে লেখেন, ‘‘ভালবাসা ৫ হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে, ৩ হাজার কোটি প্রশংসা, ৩২৫০ কোটি হাগ, ২০০০ কোটি হাসি এখনও গণণা চলছে। তোমার অ্যাকাউন্ট্যান্ট কী বলছেন?’’

‘পাঠান’ ঘিরে উন্মাদনা নজিরবিহীন। প্রেক্ষাগৃহের বাইরে এই ছবি দেখার ঢল। শাহরুখ অভিনীত ছবিটি লম্বা রেসের ঘোড়া বলেছেন সিনেমা বিশেষজ্ঞরা। ৪ বছর পর শাহরুখ পর্দায় ফিরেছেন বলেই শুধু নয়, ৭ দিনে বক্স অফিসে ৭০০ কোটি টাকার ব্যবসা করেছে ‘পাঠান’, যা বলিউডে বছরের সেরা ব্লকবাস্টার হিসাবে গণ্য হতে চলেছে।

অন্য বিষয়গুলি:

Shah Rukh Khan Pathaan Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy