‘টাইগার ৩’ ছবির বিশেষ দৃশ্যের জন্য শুটিং শুরু করলেন শাহরুখ ও সলমন। ছবি: সংগৃহীত।
ফের এক ফ্রেমে শাহরুখ ও সলমন। ‘পাঠান’-এর পর ফের এক ফ্রেমে ধরা দিতে চলেছেন বলিউডের দুই তাবড় খান। যশরাজের পরের ছবির জন্য হাত মেলাচ্ছেন পাঠান ও টাইগার, এই খবর মিলেছিল আগেই। দুই তারকাকে পর্দায় ফের একসঙ্গে দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শক ও অনুরাগীরা। কবে শুরু হবে ‘টাইগার ৩’ ছবিতে বিশেষ অ্যাকশন দৃশ্যের শুটিং? এত দিন ধরে সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁরা। এ বার অবশেষে মিলল সেই সুখবর। ‘টাইগার ৩’ ছবির বিশেষ দৃশ্যের জন্য শুটিং শুরু করলেন শাহরুখ ও সলমন। খবর, মাড আইল্যান্ডে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে শুটিং।
বলিউডের দুই তাবড় তারকা তাঁরা। দুই স্বনামধন্য খান। পর্দার বাইরে ভাল বন্ধু তো বটেই, পাশাপাশি পর্দায়ও একাধিক ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। দীর্ঘ দিন পরে চলতি বছরেই ‘পাঠান’ ছবিতে একফ্রেমে ধরা দিয়েছেন শাহরুখ খান ও সলমন খান। ‘পাঠান’-এ বিশেষ চরিত্রে সলমন খানের উপস্থিতি ও শাহরুখ-সলমন জুটির সমীকরণ নজর কেড়েছে দর্শকের। বক্স অফিস সাফল্যের পাশাপাশি প্রিয় দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখে উৎসাহ আরও বেড়ে গিয়েছে অনুরাগীদের। তার পর থেকেই দুই তারকাকে আরও এক বার একসঙ্গে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক ও অনুরাগীরা।
‘পাঠান’-এর সাফল্যের পরেই জানতে পারা যায়, যশরাজের পরবর্তী ‘টাইগার ৩’ ছবিতে সলমন খানের পাশাপাশি বিশেষ একটি চরিত্রে দেখা যেতে চলেছে শাহরুখ খানকে। খবর, ‘পাঠান’-এর সাফল্যের পর শাহরুখ ও সলমনকে একসঙ্গে পেতে কোটি কোটি টাকা খরচ করতেও পিছপা হননি যশরাজ কর্তা আদিত্য চোপড়া। দুই খানকে ফের এক ফ্রেমে আনতে প্রায় ৩৫ কোটি টাকা খরচ করেছেন ওয়াইআরএফের কর্ণধার।
‘টাইগার ৩’ ছবিতে একটি জেল থেকে পালানোর দৃশ্যে একসঙ্গে অভিনয় করতে চলেছেন শাহরুখ ও সলমন। খবর, ‘টাইগার ৩’-এর চিত্রনাট্যে এমন একটি দৃশ্য আছে, যেখানে টাইগারকে গারদ থেকে ছাড়ানোর সময়ে সেখানে এসে উপস্থিত হবে বন্ধু পাঠান। সেই অ্যাকশন দৃশ্যেই এক ফ্রেমে ধরা দিতে চলেছেন দুই খান। ‘পাঠান’-এর সাফল্যের পর আরও বড় মাপে ‘টাইগার ৩’ বানাতে চান ওয়াইআরএফ কর্তা। তাই বাজেট নিয়ে কোনও ভাবেই আপস করতে রাজি নন তিনি। যশরাজের ‘স্পাই ইউনিভার্স’, থুড়ি ‘গুপ্তচর ব্রহ্মাণ্ড’-এর অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে ‘টাইগার ৩’। ‘পাঠান’-এর সাফল্যের পর ‘টাইগার ৩’ নিয়ে যথেষ্ট আশাবাদী ওয়াইআরএফ। চলতি বছরের দীপাবলিতেই মুক্তি পাওয়ার কথা ‘টাইগার ৩’ ছবির।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy