সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
লোকসভা ভোটের প্রার্থিতালিকা ঘোষণা করার পর থেকেই চর্চায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসাবে লড়েছিলেন সায়ন্তিকা। কিন্তু বিজেপি প্রার্থীর কাছে হেরে যান। হেরে গেলেও বাঁকুড়াকে ছেড়ে দেননি। গত দু’বছর কলকাতা-বাঁকুড়া ‘ডেলি প্যাসেঞ্জারি’ করেছেন বলে দাবি অভিনেত্রীর। আশা ছিল, বিধানসভায় দলকে যে আসন দিতে পারেননি, লোকসভায় সেটাই ফিরিয়ে দেবেন। কিন্তু সেই আশাপূরণ হল কই! তাঁর বদলে বাঁকুড়া আসনে তৃণমূল টিকিট দিয়েছে তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীকে। তার পর বিভিন্ন সময় টিকিট না পাওয়ার আক্ষেপের কথা জানিয়েছেন অভিনেত্রী। রটে যায়, তিনি নাকি দল ছাড়ছেন। যদিও তা একেবারেই অসত্য। কিন্তু এর মাঝেই আরও এক গুঞ্জন। এ বার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সায়ন্তিকা? ভোটের এই সময়টা চূড়ান্ত ব্যস্ততার মধ্যে কাটে। টিকিট না পেলেও ব্যস্ততা কেমন? নতুন কোনও দায়িত্ব পেলেন কি সায়ন্তিকা? আনন্দবাজার অনলাইনকে নিজের পরিকল্পনা জানালেন অভিনেত্রী।
এই মুহূর্তে তিনি কলকাতায়। সায়ন্তিকা জানান, নিজেকে একটু বিশ্রাম দিচ্ছেন তিনি। আর বিয়ে নিয়ে চিন্তা করার সময় নেই। সায়ন্তিকার কথায়, ‘‘আমি নিজের উপর একটু সদয় হয়েছি। আসলে, গত দু’বছর বিশ্রাম হয়নি সে ভাবে। কলকাতা-বাঁকুড়া যাতায়াত করতাম। একটা সময় মনে হচ্ছিল, এই চার চাকার গাড়িতেই জীবন কেটে যাবে। এই দু’বছরে আমার শরীরের উপর দিয়ে খুব ধকল গিয়েছে। তাই এখন একটু নিজের যত্ন নিচ্ছি। নিজের শরীর, স্বাস্থ্য ও ত্বকের যত্ন নিচ্ছি। আর এখন তো প্রার্থিতালিকা ঘোষণা হয়ে গিয়েছে। আমি নিচুতলার সংগঠনের কাজ করে এসেছি। বাকি যা করার, প্রার্থীরা করবেন।’’
টিকিট না পাওয়ার কারণে কি বাঁকুড়ার সঙ্গে দূরত্ব বাড়ল সায়ন্তিকার? অভিনেত্রীর জবাব, ‘‘তেমন কিছু নয়। কাল যদি প্রয়োজন পড়ে, ফের ছু়টে যাব। তবে এই দু’বছর আমি রাজনীতিতে বেশি মনোযোগ দিয়েছিলাম। তাই সিনেমার দিকে কম সময় দেওয়া হচ্ছিল। আসলে, আমি তো রাজনীতি শিখে আসিনি। সবটা বুঝে নিতে সময় লাগছিল, আর কি! তা ছাড়া, একটা লক্ষ্য নিয়েও এগোচ্ছিলাম। যার কারণে খাটাখাটুনি করেছি।’’ কিন্তু এর মাঝেই যে খবর, সায়ন্তিকা নাকি বিয়ে করছেন! এই প্রসঙ্গ তাঁর সাফ জবাব, ‘‘আমি এই দু’বছরে ছেলে খোঁজার সময় পাইনি। তাই বিয়ে যদি করি, সবাইকে জানিয়ে করব। লুকোচুরিতে বিশ্বাসী নই। অনেকেই তো অনেক কিছু রটান।’’
যদিও সম্প্রতি বাংলাদেশের অভিনেতা জায়েদ খানের সঙ্গে তাঁর নাম জুড়ে জল্পনা চলেছে। খানিক বিরক্ত হয়ে সায়ন্তিকা বলেন, ‘‘আমার সঙ্গে ওঁর ভাল সম্পর্ক। একসঙ্গে কাজ করেছি। কিন্তু কিছু লোক এ সব খবর রটাচ্ছেন। আমি কান দিই না। বিয়ে করলে সবাই জানতে পারবেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy