মঞ্চ তৈরি থেকে অন্যের ভূমিকায় প্রক্সি। নেপথ্য কারিগর হিসেবে কাজ করেছেন দেড় বছর। তার পর একটি নাটকের একটি দৃশ্য। অভিনয়কে ভালবেসে কেটে গিয়েছে দীর্ঘ দশক। আজ, না পাওয়ার হতাশার তুলনায় জীবনে পাওয়ার আনন্দের পাল্লা ভারী। তারকাজীবনের ছটা থেকে শাশ্বত চট্টোপাধ্যায়ের বেশি পছন্দ মধ্যবিত্ত জীবনের নিপাট এবং নিখাদ সুখ।
বিখ্যাত অভিনেতার ছেলে হিসেবে নয়। অভিনয়ে এসেছিলেন অভিনয়কে ভালবেসেই। বাবার কথাতেই থিয়েটারের অংশ হয়ে ওঠা। কারণ শুভেন্দু চট্টোপাধ্যায় বিশ্বাস করতেন যে কোনও শিল্প বা পেশারই একটা প্রশিক্ষণ প্রয়োজন। তাঁর ছেলে শাশ্বতর সেই হাতেখড়ি হয়েছিল নাট্যব্যক্তিত্ব জোছন দস্তিদারের কাছে। স্বীকার করেন, অভিনয়ের অ-আ-ক-খ শিখেছেন থিয়েটার থেকেই।