শাশ্বত ও রুদ্রনীল।
তাঁর প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি ছিল ‘নেটওয়র্ক’। দ্বিতীয় ছবি ‘প্রতিদ্বন্দ্বী’র জন্য তৈরি পরিচালক সপ্তাশ্ব বসু। ছবিটি সত্যজিৎ রায়কে ট্রিবিউট জানিয়েছেন পরিচালক।
মুখ্য চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ। ডক্টর বক্সীর চরিত্রে শাশ্বত এবং অঙ্কের স্যর সুকুমার সেনের চরিত্রে রুদ্রনীল। দু’জনেই পরস্পরের শত্রু। তবে ডক্টর বক্সীর ছেলে অপহরণের সঙ্গে সুকুমারের কোনও যোগ রয়েছে? অপহরণের মামলার তদন্ত করতে গিয়ে বেরিয়ে পড়ে শহরের কয়েকটি খুনের ঘটনাও। চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক ও তাঁর টিম।
ছবির সঙ্গীতের দায়িত্বে রণজয় ভট্টাচার্য, যিনি ‘সোয়েটার’ ছবির জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন। এ মাসেই ছবির শুটিং শুরু হওয়ার কথা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy