Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

‘ছবি তুলতে গিয়ে গায়ে হাত কেন?’ ভক্তের উপর বেজায় চটলেন সারা

গোটা ঘটনাটি ভিডিয়ো বন্দী হয়েছে আলোকচিত্রীদের ক্যামেরায়। নেটে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সারা ফ্যানেরা সেই ভক্তের সমালোচনায় সরব হন।  সেলফি তোলার অছিলায় তিনি যে শালীনতার মাত্রা লঙ্ঘন করে ফেলেছেন সে কথাও বলছেন নেটিজেনদের একাংশ।

ভক্তের ব্যবহারে বিরক্ত সারা। ছবি-ভিডিয়ো থেকে নেওয়া।

ভক্তের ব্যবহারে বিরক্ত সারা। ছবি-ভিডিয়ো থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ ১৭:২৬
Share: Save:

ছুটি কাটাতে পাড়ি দিয়েছিলেন নিউ ইয়র্ক। মুম্বই এয়ারপোর্টে ফিরতেই ভক্তের অভব্য আচরণের সম্মুখীন হতে হল সারা আলি খানকে। আর তাতেই বেজায় চটলেন অভিনেত্রী।

পথে ঘাটে অনুরাগীদের সেলফির আবদার কখনও ফেরান না সারা। সে দিনও এয়ারপোর্ট থেকে বেরোতেই একের পর এক আসতে থাকে সেলফির আবদার। এরই মধ্যে এক জন হঠাৎই সারার কাঁধে হাত দিয়ে ঘনিষ্ঠ হয়ে ছবি তুলতে গেলেই ছিটকে সরে যান অভিনেত্রী। উত্তেজিত সারাকে বলতে শোনা যায়, ‘আপ টাচ কিউ কর রহে হো!’ যদিও এর পরেও সেই ভক্তের সঙ্গে দূরত্ব বজায় রেখে সেলফি তোলেন সারা।

গোটা ঘটনাটি ভিডিয়ো বন্দী হয়েছে আলোকচিত্রীদের ক্যামেরায়। নেটে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সারা ফ্যানেরা সেই ভক্তের সমালোচনায় সরব হন। সেলফি তোলার অছিলায় তিনি যে শালীনতার মাত্রা লঙ্ঘন করে ফেলেছেন সে কথাও বলছেন নেটিজেনদের একাংশ।

আরও পড়ুন- বিয়ে হয়ে গেল জুন মাল্যর, আজ সন্ধ্যায় রিসেপশন

দেখুন ভিডিয়ো

#saraalikhan is back from New York #airportdiaries #viralbhayani @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

এমনিতে ‘ডাউন টু আর্থ’ হিসেবে ইন্ডাস্ট্রিতে বেশ সুনাম রয়েছে সারার। সারা মানেই সব সময়ে হাসিমুখ, মিষ্টি ব্যবহার। কিন্তু এয়ারপোর্টে ভক্তের ব্যবহারে মেজাজ হারিয়ে ফেলেন বছর চব্বিশের সারা আলি খান।

আরও পড়ুন-‘রবিবার’-এ কাছাকাছি জয়া-প্রসেনজিৎ, ফিরছে হারিয়ে যাওয়া সমীকরণ?

অন্য বিষয়গুলি:

Sara Ali Khan Mobbed Harrasment Bollywood Mumbai Airport
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy